এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মুখোমুখি বৈঠকে বসতে চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সোমবার তিনি বলেন, ‘‘আগামী ১৫ মে (বৃহস্পতিবার) তুরস্কে পুতিনের জন্য আমি অপেক্ষা করব।’’
বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা হওয়ার কথা। রবিবার পুতিন জানিয়েছিলেন, কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে নয় সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনায় আগ্রহী রাশিয়া। তারই প্রেক্ষিতে সোমবার এই মন্তব্য করেছেন জ়েলেনস্কি। তবে পুতিন নিজে আলোচনায় অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও ক্রেমলিন কিছু জানায়নি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রবিবার ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি তুলেছিল ইউক্রেন এবং তার সহযোগীরা। সেই তালিকায় ছিল ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলি। সোমবার থেকেই তা কার্যকর করার আহ্বান জানানো হয়। সেই দাবির কয়েক ঘণ্টা পরেই রবিবার পুতিন সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে তার পরেই নতুন উদ্যমে ইউক্রেনে ড্রোন হামলা শুরু করে রুশ ফৌজ।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। হামলা, পাল্টা হামলায় বিধ্বস্ত দুই দেশেরই বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারিয়েছেন কয়েক হাজার সেনা ও অসামরিক নাগরিক। ঘরছাড়া বহু ইউক্রেনীয় পোল্যান্ড ও পূর্ব ইউরোপের অন্য কয়েকটি দেশে আশ্রয় নিয়েছেন। সেই আবহে আমেরিকা-সহ বিভিন্ন দেশ উদ্যোগী হয়ে যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। মাঝে কয়েক দিনের যুদ্ধবিরতি হলেও শীত শেষ হতেই নতুন করে বেড়েছে সংঘর্ষের অভিঘাত।