Advertisement
০২ মে ২০২৪
Food Crisis in Gaza

গাজ়ায় খাবারের জন্য হাহাকার, পানীয় জলের সঙ্কটও তীব্র, অনাহারে ভুগছেন বাসিন্দারা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, তারা চাইলেও উত্তর গাজ়ার মানুষদের মুখে খাবার পৌঁছে দিতে পারছে না। ইজ়রায়েলি আগ্রাসনের কারণে গাজ়ায় তীব্র খাদ্যসঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত হু-এর।

গাজ়ায় তীব্র খাদ্যসঙ্কট।

গাজ়ায় তীব্র খাদ্যসঙ্কট। ছবি রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৫
Share: Save:

গাজ়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ইজ়রায়েলি সেনার সঙ্গে হামাসপন্থীদের যুদ্ধে গাজ়ার সাধারণ মানুষের অবস্থা সঙ্গীন। যুদ্ধবিরতি কবে আবার ঘোষণা হবে, সেই দিনের প্রতীক্ষায় সকলে। অন্য দিকে, তীব্র খাদ্যসঙ্কটে ভুগছেন উত্তর গাজ়ার মানুষেরা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে স্পষ্ট উত্তর গাজ়ায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। খাবারের ঘাটতি এতটাই যে, কয়েক দিনের মধ্যেই এখানকার বাসিন্দাদের অনাহারে থাকতে হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। কিন্তু ইজ়রায়েলি সেনার নিষেধাজ্ঞার কারণে মাস খানেক হয়ে গেল উত্তর গাজ়ায় ‘মানবিক সাহায্য’ পৌঁছচ্ছে না।

রাষ্ট্রপুঞ্জের মধ্যেও এই নিয়ে উদ্বেগের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, তারা চাইলেও উত্তর গাজ়ার মানুষদের মুখে খাবার পৌঁছে দিতে পারছে না। ইজ়রায়েলি আগ্রাসনের কারণে গাজ়ায় তীব্র খাদ্যসঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত হু-এর। রাষ্ট্রপুঞ্জের সহ-কার্যকরী ডিরেক্টর কার্ল শাউ আশঙ্কা, ‘‘যদি দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হয়, তবে উত্তর গাজ়ায় দুর্ভিক্ষ আসন্ন।’’

এই খাদ্যসঙ্কটের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে বাচ্চারা। উত্তর গাজ়ায় খাবারের জন্য হাহাকার দিনে দিনে বাড়ছে। শুধু খাবার নয়, পানীয় জলের সঙ্কটও বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। রাষ্ট্রপুঞ্জের কৃষি বিভাগের সহ-প্রধান মাউরিজিও মার্টিনা সর্তক করে বলেছেন, ‘‘গাজ়ার প্রায় ৯৭ শতাংশ ভূগর্ভস্থ জল পানের অযোগ্য। তাই কৃষি উৎপাদনও হ্রাস পাচ্ছে।’’

ইজ়রায়েলি সরকার উত্তর গাজ়ায় কোনও সাহায্য পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২৩ জানুয়ারি শেষ বার সেখানে সাহায্য পাঠানো গিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তবে তারা সাহায্য নিয়ে প্রস্তুত। অনুমতি মিললেই তারা পৌঁছে যাবে গাজ়ায়। উত্তর গাজ়া থেকে বাসিন্দারা পালিয়ে আসছেন দক্ষিণে। তবে সাহায্য না পৌঁছলে সেখানেও খাবারের সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে রাষ্ট্রপুঞ্জ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

food crisis gaza UN
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE