Advertisement
১১ মে ২০২৪
interest rate

US Interest Rate: চুরানব্বই সালের পর প্রথম বার, সর্বাধিক সুদের হার বাড়ল আমেরিকায়

প্রায় ৩০ বছর পর এই প্রথম বার আমেরিকায় সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়াল ফেডারেল রিজার্ভ। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়তেই এই সিদ্ধান্ত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ০৯:৩৪
Share: Save:

মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতির হার রুখতে পদক্ষেপ করল জো বাইডেনের সরকার। ১৯৯৪ সালের পর এই প্রথম বার সুদের হার সর্বাধিক হারে বাড়াল ফেডারেল রিজার্ভ। বুধবার সে দেশে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা জানানো হয়েছে। মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিতেই সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ফেডের নীতি নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি দুই শতাংশে ফিরিয়ে আনতে তারা দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য,এর আগে ১৯৯৪ সালের নভেম্বর মাসে প্রথম বার সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল।

চলতি বছরের শেষে ফেডারেল তহবিলের হার দাঁড়াতে পারে ৩.৪ শতাংশে, ত্রৈমাসিক পূর্বাভাস অনুযায়ী এমনটাই মনে করছেন কমিটির সদস্যরা। এ বছরের শেষ দিকে ফেডের মুদ্রাস্ফীতি সূচক ৫.২ শতাংশ বাড়তে পারে। এদিকে, জিডিপি বৃদ্ধির হার ১.৭ শতাংশে নেমে আসতে পারে। আগের পূর্বাভাস অনুযায়ী যা ছিল ২.৮ শতাংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

interest rate america usa Joe Biden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE