Advertisement
E-Paper

ট্রাম্পের নেতৃত্বে গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রণ পুতিনকেও! দাবি মস্কোর, ডাক কোন কোন দেশকে

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টায় এখনও পর্যন্ত সফল হননি ট্রাম্প। অতীতে দফায় দফায় আলোচনার পরেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এমনকি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতের উপরেও অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:২০
(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার উদ্যোগে আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও। সোমবার এমনটাই দাবি করেছে ক্রেমলিন। গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ গঠন করেছে আমেরিকা। নাম ‘গাজ়া পিস বোর্ড’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজেকে ওই বোর্ডের প্রধান বলে ঘোষণা করেছেন। ওই আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকেও। এরই মধ্যে মস্কোও জানিয়ে দিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও পৌঁছেছে সেই আমন্ত্রণপত্র।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টায় এখনও পর্যন্ত সফল হননি ট্রাম্প। অতীতে দফায় দফায় আলোচনার পরেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এমনকি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতের উপরেও অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতকে বিক্রি করা জ্বালানি তেলের অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। এ অবস্থায় ট্রাম্পের নেতৃত্বাধীন ‘গাজ়া পিস বোর্ড’-এ যুক্ত হওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতকেও এই আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা।

গত শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, ‘বোর্ড অফ পিস’-এ এমন নেতারা রয়েছেন যাঁদের কূটনীতি, উন্নয়নমূলক কাজ এবং অর্থনীতিতে অভিজ্ঞতা রয়েছে। গাজ়ায় শান্তি ফেরানোর এই আন্তর্জাতিক উদ্যোগে প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন কোন দেশকে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন, সেই পূর্ণাঙ্গ তালিকা সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন দেশ দাবি করেছে, তারা ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছে। তালিকায় যেমন পাকিস্তান রয়েছে, তেমনই রয়েছে আর্জেন্টিনা, কানাডা, মিশর, তুরস্ক, আলবেনিয়া, ব্রাজ়িল, ইতালি এবং জর্ডনের মতো দেশগুলি।

Donald Trump Vladimir Putin Russia gaza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy