Advertisement
E-Paper

আর দেরি করা যাবে না! গাজ়ায় শান্তি ফেরানোর জন্য হামাসকে তাড়া ট্রাম্পের, ইজ়রায়েলি হানায় নিহত অন্তত ৫০ প্যালেস্টাইনি

ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি সমঝোতায় আগেই রাজি হয়েছিল আমেরিকার ‘বন্ধু’ ইজ়রায়েল। তবে হামাস প্রাথমিক ভাবে তাতে রাজি ছিল না। যদিও পরে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ার আভাস দেয় প্যালেস্টাইনপন্থী এই সশস্ত্র গোষ্ঠী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২৩:৩৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়া ভূখণ্ডে শান্তি ফেরানোর জন্য আর বেশি দেরি করতে চাইছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে শনিবার ফের তা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, দ্রুত সিদ্ধান্ত না-নিলে সব বাজি পাল্টে যেতে পারে।

ইজ়রায়েল-হামাস সংঘাত থামিয়ে গাজ়ায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন তিনি। ওই প্রস্তাবের প্রেক্ষিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য হামাসের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নিজের হ্যান্ডলে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি আর দেরি মেনে নেব না। অনেকেই মনে করেন, দেরি হলে এমন কোনও পরিস্থিতি তৈরি হবে যেখানে গাজ়া আবার হুমকির কারণ হয়ে উঠবে।’ ইজ়রায়েল-হামাস সংঘর্ষের দ্রুত সমাধানের জন্যও আহ্বান জানান তিনি।

ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি সমঝোতায় আগেই রাজি হয়েছিল আমেরিকার ‘বন্ধু’ ইজ়রায়েল। তবে হামাস প্রাথমিক ভাবে তাতে রাজি ছিল না। যদিও পরে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ার আভাস দেয় প্যালেস্টাইনপন্থী এই সশস্ত্র গোষ্ঠী। হামাসের থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরেই গাজ়া ভূখণ্ডে হামলা বন্ধ করার জন্য ইজ়রায়েলকে ‘নির্দেশ’ দেন ট্রাম্প। এর পরেই ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়, গাজ়া শহর দখল করার জন্য সে দেশের সেনাবাহিনী যে সামরিক অভিযান চালাচ্ছিল, তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

ইজ়রায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)-কে অভিযান ‘ন্যূনতম’ স্তরে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, এমন খবরও প্রকাশিত হয় তেল আভিবের সংবাদমাধ্যমগুলিতে। তবে কিছু ক্ষণ পরেই পরিস্থিতি স্পষ্ট হয়। ট্রাম্পের ঘোষণাকে কার্যত উপেক্ষা করেই গাজ়ায় ফের বোমা ফেলে ইজ়রায়েলি সেনা। শনিবার সকালের এই হামলায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৪৩ জনই গাজ়া শহরের বাসিন্দা।

মার্কিন প্রেসিডেন্টের ওই ২০ দফা প্রস্তাবে বলা হয়েছে, প্যালেস্টাইনিদের গাজ়া ছেড়ে যেতে হবে না। আপাতত গাজ়ায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তা ছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তা হলে ধাপে ধাপে গাজ়া থেকে সেনা সরিয়ে নেবে ইজ়রায়েল। ইজ়রায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজ়া থেকে আটক হওয়া ১৭০০ জনকে। প্রস্তাবের শর্তগুলি মানা হচ্ছে কি না, তা দেখার জন্য তৈরি হবে ‘বোর্ড অফ পিস’। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প স্বয়ং।

হামাস এবং ইজ়রায়েলের মধ্যে বন্দিমুক্তির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিশরের উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের জামাই জারেড কুশনরও যাচ্ছেন উইটকফের সঙ্গে। রবিবারই সেখানে বন্দিবিনিয়ম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের প্রথম জমানায় কুশনার পশ্চিম এশিয়ার দেশগুলিতে মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতা ছিলেন। সংবাদমাধ্যম ‘সিএনএন’ সূত্রে খবর, ওই বৈঠকে ইজ়রায়েলি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন নেতানিয়াহুর বিশ্বস্ত সঙ্গী রন ডারমার। ইতিমধ্যে ইজ়রায়েলি জোট সরকারের কট্টর দক্ষিণপন্থী নেতাদের সঙ্গে একটি বৈঠকও ডেকেছেন নেতানিয়াহু।

gaza Benjamin Netanyahu palestine Palestinians
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy