হামলা থামাচ্ছে না রাশিয়া। মঙ্গলবার উত্তর-পূর্ব ইউক্রেনে আক্রমণের ধার বাড়িয়েছে রুশ সেনাবাহিনী। এমনকি, পূর্ব ইউক্রেনের ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) নতুন একটি জনপদ দখলের দাবি করেছে তারা। আলোচনার টেবিলে না বসে এ ভাবে ইউক্রেনে একের পর এক আক্রমণ করায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রকার হুঁশিয়ারি দিয়েই ট্রাম্প জানান, যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করে ‘আগুন নিয়ে খেলছেন’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!
মঙ্গলবারই মস্কো দাবি করেছে, গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে ইউক্রেনের অন্তত ১৪৭৫ জন সেনার মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে দাবি করা হয়েছে, ডনেৎস্ক এলাকার স্টারায়া নিকোলায়েভকা জনবসতি মুক্ত করেছে তাদের সেনা। শুধু তা-ই নয়, ইউক্রেনের খারকিভেও সাফল্য পেয়েছে তারা। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে। সেই আবহেই ট্রাম্প আরও এক বার হুঁশিয়ারি দিলেন পুতিনকে।
ট্রাম্প তাঁর নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমি না থাকলে রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটে যেত। পুতিন সেটা বুঝতে পারছেন না। তার পরেও তিনি থামছেন না। আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’’
আরও পড়ুন:
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতিতে সচেষ্ট হতে দেখা গিয়েছে ট্রাম্পকে। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতেও উদ্যোগী হয়েছেন তিনি। কখনও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন, আবার কখনও পুতিনের সঙ্গে। শুধু মুখোমুখি সাক্ষাৎ নয়, দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে ফোনেও বার বার আলোচনা করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। তিনি প্রথম থেকেই দাবি করে আসছেন, ‘‘আমি যুদ্ধ পছন্দ করি না।’’ যদিও এখনও পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং প্রায় প্রতিদিনই ইউক্রেনে হামলার ধার বাড়াচ্ছে রুশ সেনা।
সম্প্রতি আন্তর্জাতিক ভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বেশি দূর এগোয়নি। বেঁকে বসে মস্কো। তাতেই ক্ষুণ্ণ হন ট্রাম্প। দিন কয়েক আগেও ‘পাগল হয়ে গিয়েছেন’ বলে পুতিনকে কটাক্ষও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই আবহেই ট্রাম্প আরও এক বার রুশ প্রেসিডেন্টকে নিশানা করলেন। যদিও তাঁর এই আক্রমণ যে ভাল ভাবে নেয়নি মস্কো, তা বুঝিয়ে দিয়েছেন রাশিয়ার নিরপত্তাকর্তা তথা প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনিও সমাজমাধ্যমে ট্রাম্পকে নিশানা করে মনে করিয়ে দেন ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে’র কথা।