Advertisement
২৬ এপ্রিল ২০২৪
US Presidential Election Result

‘কারচুপি’র অভিযোগ তুলে কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের, প্রস্তুত বাইডেনও

গণনার মাঝপথেই ট্রাম্প দাবি করে বসেছেন, রিপাবলিকানরা জিতে গিয়েছেন।

হার-জিতের আগে বাগযুদ্ধ দুপক্ষের।

হার-জিতের আগে বাগযুদ্ধ দুপক্ষের।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৫:৫৬
Share: Save:

ভোটে কি হারের আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প? কখনও বলছেন, ‘ভোট চুরি’ হচ্ছে। কখনও বা হুমকি দিচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার। আবার গণনার শুরুর দিকেই এও বলে দিয়েছেন, তিনি জিতে গিয়েছেন। এই সব কিছু মিলিয়েই কূটনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, খারাপ ফল হলে যে তিনি সহজে ছেড়ে কথা বলবেন না, সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। যদিও ট্রাম্প আলাদতে গেলে তার মোকাবিলায় ডেমোক্র্যাট শিবিরও যে প্রস্তুত, সে কথা বুঝিয়ে দিয়েছেন জো বাইডেনও।

ভোটের প্রচার পর্বের শেষের দিকে আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছেন একাধিক সভায়। আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এ বার সরাসরি বলে দিলেন, সুপ্রিম কোর্টে মামলা ঠুকবেন তিনি।

কেন? একাধিক অভিযোগ ট্রাম্পের। প্রথমত ‘ভোট চুরি’। ভোটের গণনা শুরুর পরে তাঁর অভিযোগ, অনেক জায়গাতেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ভোট নেওয়া হচ্ছে এবং ওই ভোটাররা ডেমোক্র্যাট সমর্থক। ফলে অবিলম্বে ভোট বন্ধ করার দাবি জনিয়েছেন তিনি। একটি প্রচার সভায় বলেন, ‘‘আমরা চাই সব ভোট বন্ধ করে দেওয়া হোক। ভোর ৪টের পর আর কোনও ব্যালট যোগ করতে দেওয়া হবে না।’’ এই সূত্রেই তিনি বলেন, ‘‘আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।’’ আবার গণনার মাঝপথেই দাবি করে বসেছেন, তাঁরা জিতে গিয়েছেন।

আরও পড়ুন: লাইভ: হোয়াইট হাউসের দোড়ে সমানে টক্কর বাইডেন ট্রাম্পের

আরও পড়ুন: বাইডেন বনাম ট্রাম্প, অন্তর্জালে বাঙালির ভোট দর্শন

আদালতে গেলে রিপাবলিকান শিবিরের বিরোধিতা করতে তাঁরাও যে প্রস্তুত তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাইডেনের শিবিরও। ডেমোক্র্যাট প্রার্থীর প্রচার ম্যানেজার জেন ও’মাল্লে ডিলন বলেছেন, ‘‘প্রেসিডেন্ট যদি আদালতে যাওয়ার হুমকি দিতে পারেন, আমাদেরও আইন বিশেষজ্ঞদের দল রয়েছে। তাঁরা প্রস্তুত রয়েছেন ট্রাম্পের বিরোধিতা করতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE