হোয়াইট হাউসের অদূরে সশস্ত্র এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল আমেরিকার সিক্রেট সার্ভিস বাহিনী। জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুরে (স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাত) সন্দেহজনক ভাবে হোয়াইট হাউসের আশপাশে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমির দাবি, তাঁদের সঙ্গে কিছু ক্ষণ গুলির লড়াইও হয় ওই যুবকের। তার পরেই সিক্রেট সার্ভিসের গুলিতে লুটিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন:
অজ্ঞাতপরিচয় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে তাঁকে। তবে ওই যুবকের অবস্থা এই মূহূর্তে কী রকম, তা এখনও জানা যায়নি। কে ওই যুবক, কী উদ্দেশ্যে ওই সময় হোয়াইট হাউসের আশপাশে ঘোরাঘুরি করছিলেন তিনি— সে সবও স্পষ্ট নয়। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ঘটনার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তের ছুটি কাটাতে নিজের ফ্লোরিডার বাড়িতে গিয়েছেন তিনি।
সিক্রেট সার্ভিস বাহিনী মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে রয়েছে। তারাই জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশ সিক্রেট সার্ভিসকে জানিয়েছিল, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটনের দিকে রওনা হয়েছেন এক যুবক। তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। যে কোনও সময় তিনি আত্মঘাতী হামলা করতে পারেন। এর পরেই সতর্ক হয় সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউস চত্বরেও জোরদার করা হয় নিরাপত্তা। প্রায় মধ্যরাতের দিকে সিক্রেট সার্ভিসের সদস্যেরা হোয়াইট হাউসের অদূরে ১৭ নম্বর স্ট্রিট এবং জি স্ট্রিটের কাছে ওই ব্যক্তিকে দেখতে পান। তাঁর দিকে এগোনোর চেষ্টা করতেই যুবকটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালালে আহত হয়ে লুটিয়ে পড়েন যুবক। তবে সিক্রেট সার্ভিসের কোনও এজেন্ট এই ঘটনায় আহত হননি। ঘটনায় তদন্ত শুরু করেছে ওয়াশিংটন পুলিশ।