রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে চাপানো হবে চড়া শুল্ক! ফের ভারত-সহ তিন দেশকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানাল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এ বার মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামও জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি করলে সেই সব দেশের উপর শুল্ক আরোপ করা হবে। সেই তালিকায় নাম রয়েছে ভারত, চিন এবং ব্রাজ়িলের।
সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন গ্রাহাম। তিনি বলেন, “রাশিয়ার কাছ থেকে তেল কেনে, এমন দেশগুলির উপর শুল্ক আরোপ করতে চলেছেন ট্রাম্প। এর মধ্যে চিন, ভারত এবং ব্রাজ়িল রয়েছে।” গ্রাহামের ব্যাখ্যা, রাশিয়া থেকে অপরিশোধিত তেল রফতানির প্রায় ৮০ শতাংশের জন্য এই তিনটি দেশ দায়ী, যা সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে। গ্রাহাম বলেন, ‘‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহায্য করার শাস্তি হিসাবে ওই সব দেশের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছেন ট্রাম্প।’’ এর পর সরাসরি পুতিনকে উদ্দেশ করে গ্রাহাম বলেন, ‘‘আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খেলতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। আপনি বড় ভুল করেছেন। আপনার অর্থনীতি ক্রমাগত ভেঙে পড়বে। আমরা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছি। ফলে ইউক্রেন পুতিনের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি থাকবে।’’
আরও পড়ুন:
ট্রাম্প কিছু দিন আগেই বলেছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছোতে রাজি না হয়, তা হলে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পর দিনই ভারত, চিন ও ব্রাজ়িলকে ট্রাম্পের সুরে একই রকম হুঁশিয়ারি দেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাট। গ্রাহামের মন্তব্যের পর এই নিয়ে তৃতীয় বার ফের ভারত-সহ তিন দেশকে হুঁশিয়ারি দিল আমেরিকা।
প্রসঙ্গত, ভারতের প্রয়োজনীয় তেলের বেশির ভাগই আসে বাইরে থেকে। পশ্চিম এশিয়ার বদলে গত কয়েক বছর ধরে তেল আমদানির জন্য মস্কোর দিকে ঝুঁকেছে নয়াদিল্লি। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই বছর রাশিয়া থেকে ভারত ৩৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করেছিল। তা ছাড়া, সম্প্রতি ইরান-ইজ়রায়েল সংঘর্ষের আবহে বিশ্বের জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়া থেকে তেল আমদানি আরও বাড়িয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুসারে, গত জুন মাসেই রাশিয়া থেকে দৈনিক ২০.৮ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারতের শোধনাগারগুলি।