Advertisement
E-Paper

জঙ্গি নিয়ে পাকিস্তানকে বোঝাতে ব্যর্থ আমেরিকা

পাকিস্তানকে বোঝাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপুঞ্জও।  এই হামলার পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এরও বড়সড় ভূমিকা রয়েছে বলেও মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৬
অবিলম্বে জঙ্গিদের সাহায্য বন্ধ করে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিক পাকিস্তান বললেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স।—ছবি এএফপি।

অবিলম্বে জঙ্গিদের সাহায্য বন্ধ করে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিক পাকিস্তান বললেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স।—ছবি এএফপি।

জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য একাধিক বার পাকিস্তানকে বলেছে আমেরিকা। কিন্তু জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলার পরে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিজেদের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকা জইশ ই মহম্মদ-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে বোঝাতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। পাকিস্তানকে বোঝাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপুঞ্জও। এই হামলার পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এরও বড়সড় ভূমিকা রয়েছে বলেও মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ৪৪ জন জওয়ান। এই জঙ্গি হামলার নিন্দা করে ফের এক বার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। কাল রাতেই একটি বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেছেন, অবিলম্বে জঙ্গিদের সাহায্য বন্ধ করে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিক পাকিস্তান। জঙ্গি হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কিন্তু ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর সদস্য অ্যালিসা আইরেস বলেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হানা দেখিয়ে দিল, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা পাকিস্তানকে বোঝাতে ব্যর্থ হয়েছে আমেরিকা।’’

কালকের হামলার দায় নিয়েছে পাক মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। কিন্তু আমেরিকার দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞদের মতে এই হামলার পিছনে আইএসআই-এরও হাত রয়েছে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-এর প্রাক্তন কর্তা ব্রুস রিডল বলেন, ‘‘যে রকম তড়িঘড়ি জইশ-ই-মহম্মদ এই ঘটনার দায় নিয়েছে, তাতে এই হামলার মূলচক্রীদের পিছনে আইএসআই-এর মদত ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।’’ পুলওয়ামায় এই জঙ্গি হামলা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সামনে সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বলেও মনে করছেন বর্তমানে ব্রুকিংস ইনস্টিটিউট ‘থিঙ্ক ট্যাঙ্ক’-এর সদস্য রিডল।

পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা অফিসার অনীশ গোয়েলও। তিনি বলেন, ‘‘পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরে কতটা সক্রিয়, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুলওয়ামার জঙ্গি হামলা। তড়িঘড়ি এই হামলার দায় নিয়ে জইশ বুঝিয়ে দিয়েছে, ভারত-পাক সম্পর্ককে আরও জটিল করে তুলতে তারা এ রকম হামলা আরও চালাবে। ফলে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেও চাপ বাড়বে।’’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে সৌদি আরবও। শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। ভারতেও আসার কথা রয়েছে তাঁর। অনেক বিশেষজ্ঞের মতে, ভারত-পাকিস্তানকে কাছাকাছি আনতে পারতেন সলমন। কারণ ভারত এবং পাকিস্তান— দুই দেশের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। কিন্তু ‘ইউএস ইনস্টিটিউট অব পিস’-এর সদস্য মইদ ইউসুফ বলেন, ‘‘পুলওয়ামার জঙ্গি হামলার জেরে সেই সম্ভাবনাও নেই বললেই চলে।’’

পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ফ্রান্স, রাশিয়া, মলদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

Pulwama Attack Terroism USA UN Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy