Advertisement
E-Paper

প্রকাশ্যে স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ? ভিডিয়ো ঘিরে জোর চর্চা, চলছে হাসিঠাট্টাও

রবিবার থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন মাক্রোঁ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ব্রিজিৎও। সন্ধ্যায় তাঁর বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণ করার পরের মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই শোরগোল পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৬:৪৮
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিমানের দরজা খুলে গেল। হাসিমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এল তাঁর মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে যান মাক্রোঁ! পরমুহূর্তে স্ত্রীর সঙ্গে নেমে আসেন বিমান থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রেসি়ডেন্ট-পত্নীর পরনে তখন ছিল লাল পোশাক। কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো ঝড় তুলেছে আন্তর্জাল দুনিয়ায়। চলছে হাসিঠাট্টাও। প্রশ্ন উঠেছে, তবে কি স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট?

রবিবার থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন মাক্রোঁ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ব্রিজিৎও। সন্ধ্যায় তাঁর বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণ করার পরের মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই শোরগোল পড়েছে। ফরাসি প্রেসিডেন্ট দক্ষিণ-পূর্ব এশিয়া সফর নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি ‘স্পটলাইট’ কাড়ল মাক্রোঁর এই ভিডিয়োটি।

ওই ভিডিয়োর শেষে দেখা যায়, মাক্রোঁ হতভম্ব ভাব কাটিয়ে নেমে আসেন বিমান থেকে। সঙ্গে ছিলেন স্ত্রীও। তাঁর দিকে হাত বাড়িয়ে দেন প্রেসিডেন্ট। কিন্তু সেই হাত ধরতে চাননি ব্রিজিৎ। তবে কি দম্পতির মধ্যে ‘ঝগড়া’ চলছে? যদিও এ ব্যাপারে প্রথমে কোনও মন্তব্য করতে চায়নি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। পরে ওই ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করা হয়। তবে ফরাসি সংবাদমাধ্যমগুলি দাবি করে, ওই ভিডিয়ো ভুয়ো নয়, আসল। মাক্রোঁর এক ঘনিষ্ঠ ফরাসি সংবাদমাধ্যম ‘বিএফএমটিভি’কে জানিয়েছেন, প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়া শুরুর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ‘ঝগড়া’ হয়েছিল। তবে তা ছিল নিতান্তই ‘দাম্পত্যকলহ’। তার জেরেই হ্যানয় বিমানবন্দরে ওই কাণ্ড বলে দাবি তাঁর।

Emmanuel Macron Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy