রাস্তায় নেমে এল অবিশ্বাস্য মেঘের স্রোত। আর সেই সুবিশাল স্রোতে ঢেকে গেলো সব কিছু। ভয় পেয়ে যান চলাচল বন্ধ করে দিলেন গাড়ি চালকেরা। এই রহস্যজনক ঘটনার সাক্ষী হল তিব্বতের জিনঝিয়াং প্রদেশ।
প্রথমে মনে করা হয়েছিল এটি ধুলোর ঝড়। সাধারণত এই রকম ধুলোর ঝড় দেখতে অভ্যস্ত তিব্বত। যদিও পরে জানা যায়, ধুলো নয় এই স্রোত আসলে মেঘের।
ধুলোর থেকে অনেক ভারী মেঘ। কারণ মেঘে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। জিনঝিয়াং প্রদেশে এই রকম ঘটনা আগে কখনও ঘটেনি। তাই হতবাক হয়ে যান অনেকেই।
দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: হলোকস্ট বিভীষিকাই, মনে করাচ্ছে রঙিন ছবি
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে এই সুবিশাল মেঘ এখনও জিনঝিয়াং প্রদেশেই অবস্থান করছে।
(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)