Advertisement
১৬ মে ২০২৪
Viral

পরীক্ষায় পাওয়া অতিরিক্ত নম্বর অন্যকে দিয়ে দেওয়ার অনুরোধ পড়ুয়ার

ছবিতেও দেখা যাচ্ছে, খাতার একদম নীচে পড়ুয়া লিখে দিয়েছে, যদি সম্ভব হয় তবে তার বোনাস পয়েন্ট যেন অন্য কাউকে যেন দিয়ে দেওয়া হয়।

নিজের বোনাস পয়েন্ট অন্যকে দেওয়ার অনুরোধ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

নিজের বোনাস পয়েন্ট অন্যকে দেওয়ার অনুরোধ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ফ্র্যাঙ্কফোর্ট শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৪
Share: Save:

একাদশ শ্রেণীর এক ছাত্র সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকদের হৃদয় জিতে নিলেন। আমেরিকার এক স্কুল শিক্ষক পোস্ট দিয়ে পরিচয় করিয়েছেন তাঁর এক ছাত্রের সঙ্গে, যিনি পরীক্ষায় তার বোনাস পয়েন্ট অন্যকে দেওয়ার অনুরোধ করেছেন।

আমেরিকায় কেন্টাকির এক স্কুলের শিক্ষক, উইনস্টন লি সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি একটি পরীক্ষার খাতার ছবি দিয়ে লিখেছেন, এক ছাত্র তার বোনাস পাঁচ পয়েন্ট কোনও ‘দুর্বল’ পড়ুয়াকে দেওয়ার অনুরোধ করেছে। ছবিতেও দেখা যাচ্ছে, খাতার একদম নীচে পড়ুয়া লিখে দিয়েছে, যদি সম্ভব হয় তবে তার বোনাস পয়েন্ট যেন অন্য কাউকে যেন দিয়ে দেওয়া হয়।

ছবিতে দেখা যাচ্ছে, ছাত্রটি মোট ৯৪ নম্বর পেয়েছে। ফলে সে পাঁচ পয়েন্ট বোনাস পায়। মার্কিন চ্যাট শো ‘গুড মর্নিং আমেরিকা’-য় লি জানিয়েছেন, তাঁর ১২ বছরের শিক্ষকতার জীবনে এমন অনুরোধ কখনও দেখেননি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই পড়ুয়ার অনুরোধ মেনে বোনাস পয়েন্ট এক পড়ুয়াকে দেওয়া হয়েছে। যদিও কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: নিজের জন্মদিনে সেলিব্রিটি ইউটিউবারের কাছে আইফোন উপহার চাইলেন ফ্যান!

উইনস্টন লি-র এই পোস্ট এখন নেটাগরিকদের টাইমলাইনে ঘুরছে। প্রায় সবাই ওই উদার পড়ুয়ার এমন কাজের প্রশংসা করেছেন। ২২ ফেব্রুয়ারির পোস্টটি এখনও পর্যন্ত ৯৩ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে পোস্টটি শেয়ার হয়েছে ৬৫ হাজারের বেশি। কমেন্ট পড়েছে প্রায় পাঁচ হাজার।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ফল, নিজের বাচ্চাদের খেয়ে ফেলার প্রবণতা বাড়ছে মেরু ভাল্লুকদের

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Examination USA Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE