করোনার অতিমারি মানুষের জীবনে যেমন অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ডেকে আনছে, তেমন অনেক কিছুর গুরুত্বও নতুন করে যেন দেখিয়ে দিচ্ছে। প্রিয়জনদের থেকে দূরে থাকা যে কতটা কষ্টের আর, সেই দূরত্ব ঘোচাতে মানুষ কী করতে পারে, দেখিয়ে দিলেন এক প্রৌঢ়া, সংবাদমাধ্যমে এমনই এক ঘটনা সামনে এল। যেখানে স্বামীর সঙ্গে দেখা করতে নার্সিংহোমেই বাসন ধোয়ার কাজ নিলেন ওই মহিলা।
ম্যারি ড্যানিয়েলের সঙ্গে ২৪ বছর আগে বিয়ে হয়েছিল স্টিভের। ২০১৩ সাল নাগাদ স্টিভের অ্যালঝাইমার্স ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসা শুরু হয়। সেই সময় ম্যারি, স্টিভকে কথা দিয়েছিলেন, তিনি সব দিন স্বামীর পাশে থাকবেন। কিন্তু সমস্যা তৈরি করল করোনা।
ফ্লোরিডার ফোর্ট লউডারডালে এলাকার এক নার্সিংহোমে ভর্তি রয়েছেন স্টিভ। করোনার কারণে ওই নার্সিংহোমে বাইরের কাউকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই ১১৪ দিন কেটে গিয়েছে, স্টিভের সঙ্গে দেখা হয়নি ম্যারির। তাই আর তিনি অপেক্ষা করতে রাজি নন। শেষে নার্সিংহোমে ঢোকার অভিনব বুদ্ধি বের করেছেন তিনি।