হাঙরের আক্রমণ প্রতিহত করতে পারে, এমন পোশাক তৈরির দাবি করলেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। দাঁত পোশাক ভেদ করতে না পারায় হাঙরের আক্রমণে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।
হাঙর নিয়ে কাজ করা বা হাঙরের এলাকায় সমুদ্রস্নান, স্কুবা ডাইবিংয়ের ক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। হাঙরের আক্রমণে মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বেই ঊর্ধ্বমুখী। সেই সংখ্যা কমাতেই গবেষণা চালান দক্ষিণ অস্ট্রেলিয়ার ফিনল্যান্ডার ইউনিভার্সিটির এক দল গবেষক।
গবেষকরা বিশ্বের যে সব শক্ত সুতো রয়েছে সেগুলি নিয়ে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত তাঁরা ‘আল্ট্রা-হাই মলিকিউলার ওয়েট পলিথিলেন ফাইবার’ দিয়ে এই পোশাক বানান। এটি বিশ্বের সব থেকে শক্ত তন্তুগুলির মধ্যে অন্যতম।