অদ্ভুত দেখতে বা রহস্যময় প্রাণী নিয়ে নেটাগরিকদের কৌতূহলের শেষ নেই। এ রকম কোনও প্রাণীর ছবি বা ভিডিয়ো দ্রুতহারে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি সে রকমই একটি মাছের ছবি ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই মাছের ঠোঁট ও দাঁতগুলি একে বারে মানুষের মতো।
জানা গিয়েছে, অদ্ভুত দর্শন ওই মাছের নাম ট্রিগার ফিশ। মালয়েশিয়ায় এই ধরনের মাছ প্রায়শই দেখতে পাওয়া যায়। সেখানকার স্থানীয়ভাষায় এই মাছকে বলা হয় ‘আয়াম লাউট’। প্রধানত সমুদ্রের জলেই ঘুরে বেড়াতে দেখা যায় এদের।
ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুসারে, নোংরা ব্যবহারে জন্য এই মাছ কুখ্যাত। এবং অন্য মাছ ও সামুদ্রিক প্রাণীদের উপর আক্রমণ করতে একটুও দেরি করে না এরা। সমুদ্রে নামা ডুবুরিদেরও আক্রমণ করে এরা। এদের দাঁত ও চোয়াল খুব শক্তিশালী। তাদের কামড়ের জেরে ডুবুরিদের ডাইভিং পোশাকও ক্ষতিগ্রস্ত হয়।
bibir dia lagi seksi dari aku 😭 pic.twitter.com/zzq8IPWzvD
— RaffNasir• (@raffnasir_) July 2, 2020
আরও পড়ুন: সমুদ্র সৈকতে প্রোপোজ করার সময় কী ঘটল দেখুন
আরও পড়ুন: মহিলাদের মূত্র দিয়ে পাউরুটি বানান ফ্রান্সের এই মহিলা