জন্মদিনের পার্টিতে নেমে এলশোকের ছায়া। এক অদ্ভুত দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের, আহত হলেন আরও কয়েকজন। রাশিয়ার এক ইনস্টাগ্রাম সেলিব্রিটির জন্মদিনের পার্টিতে পুলে শুষ্ক বরফ ঢেলে দেওয়ায় এই দুর্ঘটনা হয়।
ইনস্টা সেলেব ইয়েকাটরিনা ডিডেনকো সম্প্রতি তাঁর ২৯ তম জন্মদিনের পার্টির আয়োজন করেন। একটি ইন্ডোর পুলের কাছে তাঁরা জড়ো হন। ওই পুলের মধ্যে ২৫ কেজি শুষ্ক বরফ ঢেলে দেওয়া হয়। সেই ঘটনা এক মহিলাকে ক্যামেরা বন্দি করতে দেখা যায়। পরে ভিডিটি পরে ইউটিউবে আপলোড হয়।
শুষ্ক বরফ হল কঠিন কার্বনডাই অক্সাইড। জলে ঢেলে দিলেই সাদা ধোঁয়া তৈরি করে। স্টেজে সাদা ধোঁয়া ছড়ানোর মতো কাজে ব্যবহার হয়। এই ধোঁয়া যদি অনিয়ন্ত্রিত ভাবে তৈরি হয় তবে শ্বাসের সঙ্গে প্রচুর পরিমাণে কার্বনডাই অক্সাইড ঢুকে রক্তে মিশতে শুরু করে।
আরও পড়ুন: সিরিয়ার রাস্তায় রুশ-মার্কিন সেনার টক্কর
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলে সাদা ধোঁয়ার মধ্যে এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ছেন। এই ভিডিয়োটিতে এই পর্যন্তই দেখা যায়।খবরে প্রকাশ এর পর অনেকেই অসুস্থ হয়ে পড়েনষ। তাঁদের দম বন্ধ হয়ে আসে, আজ্ঞানও হয়ে যান কয়েকজন। তিন জনের মৃত্যু হয়। যাঁদের মধ্যে ডিডেনকোর স্বামীও রয়েছেন। বাকিদের চিকিত্সা চলছে।
আরও পড়ুন: কেরলের পাহাড়ে দেখা মিলল ‘জটায়ু’-র’
দেখুন সেদিনের ঘটনা: