Advertisement
E-Paper

ছ’মাসের শিশুকে স্কিইং করিয়ে নেটাগরিকদের তোপের মুখে বাবা-মা

বাচ্চাটির বয়স ছ’মাস পূর্ণ হওয়া উপলক্ষে তার বাবা-মা গিয়েছিলেন লেকে। সেখানেই স্কিই‌ং করেছে ওই একরত্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৩
ছ’মাসের বাচ্চার স্কিইং। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ছ’মাসের বাচ্চার স্কিইং। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জলে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা! এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

ঘটনাটি সম্প্রতি ঘটেছে আমেরিকার উটার পাওয়েল লেকে। বাচ্চাটির বয়স ছ’মাস পূর্ণ হওয়া উপলক্ষে তার বাবা-মা গিয়েছিলেন লেকে। সেখানেই স্কিই‌ং করেছে ওই একরত্তি।

বাচ্চাটির বাবা-মা ক্যাসে ও মিন্ডি হামফ্রে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ছ’মাসের বাচ্চাটি একটি কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে। পাশে নৌকায় রয়েছেন তার বাবা। কাঠের পাটাতন ধরে থাকা বাচ্চাটি তীব্র গতিতে জল কেটে এগিয়ে যাচ্ছে। অবশ্য এই কাজে তার চোখে-মুখে তেমন উত্তেজনা ধরা পড়ছে না। সে ভাল করে বুঝতেই পারছে না, ব্যাপারটা কী হচ্ছে। দেখুন সেই ভিডিয়ো—

I went water skiing for my 6 month birthday. Apparently that’s a big deal… #worldrecord

A post shared by Rich Casey Humpherys (@richcaseyhumpherys) on

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই বাচ্চাটির বাবা-মায়ের উদ্দেশ্যে তোপ দেগেছেন নেটাগরিকরা। স্কিইং করতে গিয়ে শিশুটির বিপদ হতে পারত বলে মত তাঁদের। তার এখন স্কিইং করার মতো বয়স হয়নি বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে নিরাপত্তার দিকটি বজায় রেখেই এই স্কিইং করা হয়েছিল বলে জানিয়েছেন অনেকে।

আরও পড়ুন: ফুটবল ম্যাচে সামাজিক দূরত্ব রেখে ৩৭ গোল খেল জার্মানির দল

আরও পড়ুন: কাশ্মীর ছেড়ে সন্ত্রাস দমনে মন দিন, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কটাক্ষ ভারতের

Viral video USA Bizarre Water Skiing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy