মানুষের কাজকর্ম পশু পাখিদের আচরণকে কেমন প্রভাবিত করে, এই ভিডিয়ো দেখলে মনে হয় তার কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে। দুই মহিলার সঙ্গে রীতিমতো পোজ দিয়ে যেন সেফলি তুলে নিল একটি ভাল্লুক। অবাক করা সেই ভিডিয়োটি রেক্স চ্যাপম্যান সহ একাধিক হ্যান্ডল থেকে টুইট হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাহাড়ি একটি রাস্তায় দুই মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁদের পাশেই একটি প্রমাণ আকারের কালো ভাল্লুক। ভাল্লুকটির কাছে যে মহিলা ছিলেন, তিনি তাও একটু নড়াচড়া করছেন, তাঁর বেশ সাহস আছে বলেই মনে হচ্ছে। ভাল্লুকটিও যেন তাঁর সঙ্গে ভাব জমাতে চাইছে। একবার তো ওই মহিলার পা ধরে টানতে বা তাঁর গা শুঁকেও দেখে ভাল্লুকটি। কিন্তু পাশের মহিলা একদম মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন অন্য দিকে তাকিয়ে। এমন ভাবে বন্য একটি ভাল্লুক কাছে চলে আসায় তিনি হয়তো খুব ভয় পেয়েছেন।
ওই দুই মহিলার পিছনে বেশ কিছুটা দূরে সাইকেল নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ভিডিয়োতে। তিনি সম্ভবত নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ভাল্লুকটির কীর্তিকলাপ দেখছিলেন। তিনিও হয়তো এগনোর সাহস পাচ্ছিলেন না।
আর ভাল্লুকটি যা করল, দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। যে ভাবে দুই ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তোলেন, ভাল্লুকটিও ওই মহিলার গা ঘেঁষে দাঁড়ায়। আর ওই মহিলা নিজের ফোন থেকে ভাল্লুকটির সঙ্গে একটি সেলফি তোলেন। তার পরই ভাল্লুকটি একটু দূরে সরে আসে। যেন তার ভাবখানা এমন, সেলফি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। পরে সে রাস্তা ধরে নিজের মতো এগিয়ে চলে যায়।
আরও পড়ুন: ওড়িশার গ্রামে মিলল বিরল কচ্ছপ, কী করে জন্মাল দেখুন এমন প্রাণী
দেখুন সেই ভিডিয়ো:
This girl has nerves of steel.
— Rex Chapman🏇🏼 (@RexChapman) July 19, 2020
She actually took a selfie with the big guy... pic.twitter.com/I3Ezyn8q7G
একই ঘটনার ভিডিয়ো আর একটি অন্য অ্যাঙ্গল থেকে কেউ একজন রেকর্ড করেছেন। সেখানে ভাল্লুকটির কীর্তি আরও পরিষ্কার করে চোখে পড়ছে। সেখানে আরও এক মহিলাকে দেখা যাচ্ছে। তিনিও যে বেশ ভয় পেয়েছেন, বোঝা যাচ্ছে। এই ঘটনা মেক্সিকোর বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: সৎছেলেকে বিয়ে করলেন রাশিয়ার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
দেখুন সেই ভিডিয়ো:
Oh. my. goodness. She’s a rock.
— Rex Chapman🏇🏼 (@RexChapman) July 19, 2020
I want this girl in my foxhole... pic.twitter.com/4oT67HFKPg