দড়ি বা অন্য কোনও উপকরণের সাহায্য ছাড়াই বিশাল উঁচু এই বিল্ডিংয়ে উঠছেন তিনি। ১৪৫ মিটার উঁচু বিল্ডিংয়ে চড়ার পর আবার নেমেও আসেন। কিন্তু নামার পরই পুলিশ তাঁকে আটক করে।
ফের খালি হাতে বিশাল উঁচু বিল্ডিংয়ে চড়ে শিরোনামে রক ক্লাইম্বার অ্যালেন রবার্ট। তিনি এবার স্পেনের বার্সেলোনায় বিখ্যাত টোর আগবার বিল্ডিংয়ে উঠে পড়লেন। এই কাজ করে পুলিশের হাতে তাঁকে আটকও হতে হয় তাঁকে।
বৃহস্পতিবার টোর আগবার বিল্ডিংয়ে ওঠার ছবিও পোস্ট হয়েছে অ্যালেনের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, দড়ি বা অন্য কোনও উপকরণের সাহায্য ছাড়াই বিশাল উঁচু এই বিল্ডিংয়ে উঠছেন তিনি। ১৪৫ মিটার উঁচু বিল্ডিংয়ে চড়ার পর আবার নেমেও আসেন। কিন্তু নামার পরই পুলিশ তাঁকে আটক করে।
অ্যালেন জানিয়েছেন, তাঁর হেলমেটে লাগানো ক্যামেরার মেমরি কার্ডটি পুলিশ খুলে নিয়েছে। সেই কার্ডেই তাঁর বিল্ডিংয়ে চড়ার ভিডিয়ো রেকর্ড রয়েছে। তবে অ্যালেনের দাবি, আইনত পুলিশ এমন কাজ করতে পারে না। তাদের কার্ডটি ফেরত দিতেই হবে। পরে পুলিশ তাঁকে ছেড়েও দেয়।
A post shared by Alain Robert (@alainrobertofficial) on
অ্যালেনের দাবি, করোনাভাইরাস যতটা না বিপজ্জনক তার থেকেও বেশি বিপজ্জনক এর আতঙ্ক। আমরা এই আতঙ্ককে নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু যদি আমরা চেষ্টা করলেই তা করতে পারি। যেমন আমার এই দড়ি ছাড়াই উঁচু বিল্ডিংয়ে ওঠে, এতে মানুষ ভয় পেতে পারেন কিন্তু চেষ্টা করলেই নিরাপদে ওঠা যায় এটাই তিনি দেখাতে চেয়েছেন বলে জানান অ্যালেন।
এই প্রথম নয়, এর আগেও এমন অনেক বিল্ডিংয়ে এভাবে খালি হাতে চড়েছেনবছর সাতান্নরঅ্যালেন। তাঁকে স্পাইডারম্যান বলেও ডাকেন অনেকে। বিশ্বজুড়ে এমন প্রায় ১০০টি ইমারতে চড়েছেন তিনি। যার মধ্যে বুর্জ খালিফা, আইফেল টাওয়ার, মালয়েশিয়ার পেট্রনাস টুইন টাওয়ার, সিডনির অপেরা হাউস রয়েছে। সেই তালিকায়এ বার যোগ হল টোর আগবার বিল্ডিং। এই বিল্ডিংয়ে আলোর প্রদর্শন বিশ্ব বিখ্যাত।
দেখুন সেই ভিডিয়ো:
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে