জলাশয়ের ধারে দাঁড়িয়ে কাকে যেন ডাকছেন ভদ্রলোক। বেশ কিছুক্ষণ ডাকার পর ‘যিনি’ উঠে এলেন, তাঁকে দেখলে আমার আপনার হাড় হিম হয়ে যাবে। বিশালবপু এক কুমির সাঁতরে চলে এল এক্কেবারে জলাশয়ের ধারে। তার পর হাতে করে মাংস খাওয়াচ্ছেন ওই ব্যক্তি। এমনই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই।
জীবজগতের জীবনশৈলিভিত্তিক চ্যানেলে স্টিভ আরউইনের এমন ভিডিয়ো দেখা যেত হামেশাই। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলেও একই রকম অ্যাডভেঞ্চারের কাজে লেগেছেন। এ যেন সেই ছবিরই পুনরাবৃত্তি। গাটোরল্যান্ড অরল্যান্ডো নামে একটি ইনস্টগ্রামে পেজে ভিডিয়োটি শেয়ার হয়েছে। তার পর থেকেই ওই ভিডিয়ো ঘিরে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই জলাশয়ের ধারে আসার পরেও ক্ষান্ত নন ওই ব্যক্তি। মাংসের লোভ দেখিয়ে রীতিমতো কুমিরকে ডাঙায় টেনে এনেছেন। তার পর জলাশয় থেকে আরও দূরে নিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে এক টুকরো মাংস দিচ্ছেন। শেষ পর্যন্ত বেশ কয়েক টুকরো মাংস দেওয়ার পর কিছুটা শান্ত হয় বিশালাকার ওই কুমিরটি।