দু’ দিন পর প্রিয় পোষ্যকে খুঁজে পাওয়া গেলে কেমন আনন্দ হয় তা এই ঊনপঞ্চাশ বছরের ব্যক্তিকে দেখলেই বোঝা যায়। আনন্দে পোষ্যকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। আর পোষ্যও তার মালিককে ফিরে পেয়ে যারপরনাই আনন্দিত।
ব্রিটেনের উডফোর্ড ব্রিজ এলাকার বাসিন্দা অ্যালন হুইটন। ২০ নভেম্বর তার মিটজি নামের এক বছরের ছোট্ট জ্যাক রাসেল কুকুরটি হারিয়ে যায়। ওই দিন থেকে নিজের ফেসবুক পেজে বার বার আবেদন করতে থাকেন, কেউ যদি কুকুরটি দেখতে পান তাঁকে যেন জানান।
গত সপ্তাহে বুধবার সকালে মিটজিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অ্যালন। সেই সময় কোনও ভাবে গলার বাঁধন খুলে যায়। সুযোগ পেয়েই দৌড়দৌড়ি শুরু করে মিটজি। প্রথমে তাকে ধরার চেষ্টা করেন অ্যালন। কিন্তু পরে তাকে আর দেখতে পাননি। অনেক খোঁজাখুজি করে অবশেষে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যান।