আলাস্কার তীব্র ঠান্ডা, ঘর পুড়ে গিয়েছে। তার মধ্যেই প্রায় তিন সপ্তাহ বেঁচে রইলেন এক যুবক। অবশেষে বরফে গর্ত করে লেখা তিনটি অক্ষর বাঁচিয়ে দিল তাঁর প্রাণ। উদ্ধারকারী দল ওই লেখা দেখেই তাঁকে খুঁজে পেলেন। হেলিকপ্টার থেকে তোলা সেই উদ্ধারকাজের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বছর তিরিশের যুবক টাইসন স্টিল, গত সেপ্টেম্বর থেকে আলাস্কার অ্যাঙ্করেজ থেকে ১১২ কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় বসবাস করতেন। আমেরিকার উটাহ-র যুবক স্টিল গত বছরওই জায়গাটি কিনে নিয়েছিলেন। এর আগে জায়গাটি ছিল ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া এক প্রাক্তন সেনার। জায়গাটি কেনার পর সেখানে স্টিল বসবাস শুরু করেন। নিয়মিত যোগযোগ রাখতেন পরিবারে সঙ্গে। কিন্তু প্রায় তিন সপ্তাহ ধরে তাঁর কোনও খবর পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।
টাইসন স্টিলের খবর না পাওয়ায় একটি উদ্ধারকারী দল পাঠানো হয় ওই এলাকায়। কিন্তু দূর দূর পর্যন্ত সাদা বরফে ঢাকা এলাকায় এভাবে ছোট্ট একটি আশ্রয়স্থল খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু স্টিল বুদ্ধি করে বরফে গর্ত খুঁড়ে এসওএস (সেভ আওয়ার সোল্স)বার্তা দিয়ে রেখেছিলেন। ফলে দূর থেকে সেটি দেখে উদ্ধারকারী দল তাঁর অবস্থান বুঝতে পারেন। কিন্তু এই অবস্থায় পড়লেন কী করে সে কথা পুলিশকে জানিয়েছেন স্টিল।