ঘুম কাটাতে, সামান্য এনার্জি জোগাড় করতে বা টাইম পাস, কত কাজেই না লাগে এক কাপ কফি। কিন্তু কখনও ভেবেছেন এক কাপ গরম কফি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে তিনটি অবলা প্রাণীকে। এমনই একটি ভিডিয়ো পোস্ট হয়েছে কানাডা থেকে। সেখানে জমে যাওয়া বরফের মধ্যে শক্ত হয়ে আটকে যায় তিনটি বিড়াল ছানা। তাদের উদ্ধার করেন স্থানীয় ব্যক্তি।
কানাডার ড্রেটন ভ্যালি এলাকার বাসিন্দা কেন্ডাল ডুইস ২২ জানুয়ারি তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে একটি ভিডিয়ো ও ছবি পোস্ট করেন। তাঁর বাড়ির কাছে একটি গর্তের জল জমে গিয়েছিল। আর সেখানে বরফের মধ্যে আটকে যায় তিনটি বিড়াল ছানা। দেখতে পেয়ে তিনি উদ্ধার করতে যান। কিন্তু উদ্ধার করতে গিয়ে দেখেন যতটা সহজ ভেবেছিলেন, বিষয়টা অত সহজ নয়।
তিনটি বিড়ালের পা, লেজ বরফের মধ্যে শক্ত হয়ে আটকে রয়েছে। প্রথমে আলতো করে টেনে বের করার চেষ্টা করেন কেন্ডাল। একটি বিড়াল বেরিয়ে এলেও বাকি দু’টিকে কিছুতেই বের করা যাচ্ছিল না। বরফ ভেঙে বা গলিয়ে সেগুলিকে বের করতে হত। কারণ বেশি টানাটানি করতে গেলে বিড়াল ছানা দু’টিরচোট লাগতে পারত, ছিঁড়ে যেতেও পারতো লেজ।