স্বাস্থ্যকে সুন্দর রাখার অন্যতম হাতিয়ার হল ব্যায়াম। তাই ইঁদুর দৌড়ের বর্তমান যুগে শরীরকে সুস্থ রাখতে অনেকেই নিয়মিত ব্যায়াম করে থাকেন। কিন্তু পশুরা ব্যায়াম করে এ রকম শুনেছেন? সম্প্রতি এ রকমই এক ভিডিয়ো ভাইরাল হল নেট দুনিয়ায়। আর সেই ভিডিয়ো নিয়েই মজায় মেতেছে নেটদুনিয়া।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দরজার উপরে উঠে পড়েছে কালো রঙের একটি বিড়াল। তার পর দরজার উপর থেকে ঝুলে পড়ল সে। ওই ভাবে ঝুলেই ‘পুল-আপ’ করতে শুরু করল সে। বেশ কয়েকবার পুল আপ করে তারপর ঝাঁপিয়ে নেমে পড়ল পাশে রাখা আলমারির উপর।
অ্যান্টনি হুইলার নামের এক ব্যক্তি এই ভিডিয়ো আপলোড করেছিলেন টুইটারে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। দেখুন বিড়ালের পুল-আপের সেই ভিডিয়ো-
My cat is a UNIT pic.twitter.com/Kb5wUiwJW4
— Anthony Wheeler (@NAMELESS) June 11, 2019
আরও পড়ুন: এক বছরের বাচ্চাকে কেউ এই ভাবে মারে!