কানাডার রাজনৈতিক নেতা জগমিত সিংহকে ফের একবার তাঁর পাগড়ি নিয়ে বিরূপ মন্তব্য শুনতে হল। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেল এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর জগমিত সিংহ তার উত্তরও দিয়েছেন। সেই উত্তর শুনে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক কানাডিয়ানের সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করছেন নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিংহ। সেই কানাডিয়ান কুশল বিনিময়ের পর বলেন, ‘আপনি যদি পাগড়ি ছেড়ে দেন, তাহলে আপনাকে কানাডিয়ানদের মতো দেখতে লাগবে’। উত্তরে জগমিত বলেন, ‘আমার মনে হয় কানাডিয়ানরা সব ধরনের মানুষকে নিয়েই। আর এটাই কানাডার সৌন্দর্য।’
বাক্য বিনিময় এখানেই শেষ হয়নি। ওই কানাডিয়ান বলেন, ‘রোমে মানুষ রোমানদের মতো আচরণ করেন’। উত্তরে জগমিত বলেন, ‘কিন্তু এটা কানাডা এখানে আপনি যেমন খুশি থাকতে পারেন’।
আরও পড়ুন : পরিবারের সুইমিং পুলে অনাহূত অতিথি, জল থেকে তুলতে রাতভর চলল কসরত
আরও পড়ুন : যেন ফিল্মের সেট! যাত্রী-সহ হুড়মুড় করে ভেঙে পড়ল আস্ত ব্রিজ
ভিডিয়োটি একাধিক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে আপলোড হয়েছে। তার মধ্যে কয়েকটি পোস্ট রিটুইট করেছেন জগমিত সিংহ।
Lots of Canadians are told they have to change who they are to be successful. My message to all of you — be yourself & celebrate who you are. We all belong. https://t.co/T8wDnfsNMi
— Jagmeet Singh (@theJagmeetSingh) October 2, 2019