Viral video: Journalist from Ukrain lose her tooth during live news show dgtl
টিভির পর্দায় খবর পড়তে পড়তে দাঁত খুলে চলে এল মহিলা সংবাদিকের
হাত সরাতেই দেখা যায়, তাঁর উপরের সারিতে সামনের দিকে একটি দাঁত নেই। সেই অবস্থাতেই গোটা সময়টা তিনি স্বাভাবিক ছন্দেই খবর পড়তে থাকেন, কোনও রকম অভিব্যক্তির পরিবর্তন ছাড়াই।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৪:৪২
মারিচা প্যাডালকো। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সংবাদ উপস্থাপন করতে গিয়ে মাঝে মধ্যে নানান রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তা বলে উপস্থাপকের দাঁত খুলে চলে আসছে, এমনটা হয়তো আগে কেউ দেখেননি। এমনই এক ঘটনা সম্প্রতি সামনে এল। ইউক্রেনে এক মহিলা সাংবাদিক খবর পড়ার সময় এই পরিস্থিতির মধ্যে পড়েন। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
মারিচা প্যাডালকো নামে ওই মহিলা সাংবাদিক ইউক্রেনের এক টিএসএন চ্যানেলে রাত্রি ৯টার লাইভ খবর পড়ছিলেন। সেই সময় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু লাইভ চলছিল ফলে, নিজেকেই সেই পরিস্থিতি সামাল দিতে হয় মারিচাকে। পেশাদারের মতো তিনি পরিস্থিতি সামলেও নেন।
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি সবুজ পোশাক পরে খবর পড়ছেন মারিচা। সেই সময় তিনি ইউক্রেনে করোনার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের উপস্থাপনায় ব্যস্ত ছিলেন। খবর পড়তে পড়তেই তিনি বুঝতে পারেন, তাঁর একটি দাঁত খুলে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, মাত্র কয়েক মুহূর্ত। হাত সরাতেই দেখা যায়, তাঁর উপরের সারিতে সামনের দিকে একটি দাঁত নেই। সেই অবস্থাতেই গোটা সময়টা তিনি স্বাভাবিক ছন্দেই খবর পড়তে থাকেন, কোনও রকম অভিব্যক্তির পরিবর্তন ছাড়াই।