চিনের এই অজ্ঞাতপরিচয় ব্যক্তি এখন ইন্টারনেটের হিরো। গর্ভবতী স্ত্রীর বসার জন্য নিজেই চেয়ার হয়ে গেলেন। ভিডিয়ো দেখে নেটিজেনরা বলছেন, তিনিই সেরা স্বামী। সিসি ক্যামেরায় ধরা পড়া তাঁর এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চিনের হেগাং পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট হয়েছে। পরে ভিডিয়োটি আরও বেশ কিছু অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যদিও এই দম্পতির পরিচয় জানা যায়নি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, চিকিত্সকের চেম্বারের বাইরে অনেকে অপেক্ষা করেছেন। তাঁদের মধ্যে এক গর্ভবতী মহিলাও রয়েছেন। চেম্বারের বাইরে যে বেঞ্চগুলি রয়েছে, সেগুলি সবই ভর্তি। বসার জায়গা নেই। কিন্তু সাদা কোর্ট পরা এই গর্ভবতী মহিলা দাঁড়াতে পারছিলেন না। সেটা বুঝতে পেরেই তাঁর স্বামী মেঝেতে পা মুড়ে বসে পড়েন। আর তার পিঠ হেলান দিয়ে বসেন ওই মহিলা।