সাপ ধরার অনেক ভিডিয়ো দেখেছেন। তবে যে ভিডিয়ো সামনে এল তা দেখে প্রথমে আপনি চমকে যাবেন। আবার তারপরই নিজের ভুল বুঝতে পেরে হেসে গড়াগড়ি খাবেন। ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘাসের বন থেকে একটি সাপকে লেজ ধরে বের করে এনে কোমরে পরে নিচ্ছেন এক ব্যক্তি।
একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ১৫ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে ঘাসের বনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন এক ব্যক্তি। কিছু একটা বের করে আনার চেষ্টা করছেন। আর তাঁর আশেপাশে আরও কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। তাঁরাও উত্সুক হয়ে দেখছেন, কী বেরিয়ে আসে ঘাসের বন থেকে।
অবশেষে ঘাসের বন থেকে কালো লম্বা একটি বস্তু টেনে বার করেন ওই ব্যক্তি।প্রথম দর্শনে মনেই হবে সেটি একটি সাপ। কিন্তু পর মুহূর্তে ভুল ভাঙবে, যখন দেখা যাচ্ছে সাপের মতো বস্তুটিকে বেল্টের মতো পরে নিচ্ছেন ওই ব্যক্তি। ভিডিয়োটি ফের একবার চালিয়ে দেখলেই দেখা যাবে কালো লম্বা বস্তুটি মোটেই সাপ নয়, সেটি আসলে একটি বেল্টই ছিল।