Advertisement
০২ অক্টোবর ২০২৩
Football Match

Viral: মাঠে ঢুকে পড়েছে দু’বছরের বাচ্চা, ছুটে গিয়ে কোলে নিলেন মা, ভিডিয়ো ভাইরাল

দু’দলের খেলোয়াড়রা বল দখলের লড়াইয়ে ব্যস্ত। এমন সময়ই মাঠে ঢুকে পড়ে দু’বছরের একটি বাচ্চা।

ফুটবল মাঠ থেকে ছেলেকে বের করে আনছেন মা।

ফুটবল মাঠ থেকে ছেলেকে বের করে আনছেন মা। ছবি—টুইটার।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১১:৩২
Share: Save:

আমেরিকার ফুটবল লিগের ম্যাচ চলছে। দু’দলের খেলোয়াড়রা বল দখলের লড়াইয়ে ব্যস্ত। এমন সময়ই মাঠে ঢুকে পড়ে দু’বছরের একটি বাচ্চা। ঢুকেই দৌড়তে শুরু করে সে। অবশ্য এর জন্যে খেলায় সমস্যা হয়নি। কারণ বাচ্চাটির মা পিছু ধাওয়া করে ধরে ফেলে নিজের সন্তানকে। এই ঘটনার ভিডিয়ো ‘মেজর লিগ সকার’ টুইটার হ্যান্ডল থেকে প্রথম আপলোড করা হয়। তার পর তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

আমেরিকার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি সিনসিনাটি এবং অরল্যান্ডো সিটি। ওই ম্যাচ চলার সময়ই মাঠে ঢুকে পড়ে ২ বছরের জাইডেক কারপেন্টার। কিন্তু খেলায় সমস্যা ঘটার মতো পরিস্থিতি তৈরির আগেই জাইডেককে কোলে তুলে নেন তার মা মর্গ্যান টুকের।

এই ঘটনা মাঠে উপস্থিত দর্শকদের মনযোগ আকর্ষণ করেছে। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে এই ঘটনার কথা। নেটাগরিকরাও এখন বিভিন্ন মন্তব্য করছেন ওই ভিডিয়ো দেখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE