কালিদাসের যুগ হলে কী হত বলা মুশকিল, তবে এ যুগে প্রায় একই ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। গাছের ডালে বসে সেই ডালই কাটলেন আমেরিকার এক ব্যক্তি। যদিও তিনি ডালের গোড়া কাটার মতো নির্বুদ্ধিতা করেননি। বরং যা করেছেন তা দেখে অবাক হয়েছেন নেটাগরিকার। ভিডিয়োটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সম্প্রতি ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন প্রাক্তন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৬৭ লক্ষেরও বেশি বার। ভিডিয়োটি আপলোড করে তিনি লিখেছেন, ‘‘কাউকে তালগাছ কাটতে দেখেছেন?’’
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একট দীর্ঘকায় তাল গাছের মাথায় বসে আছেন এক ব্যক্তি। তার পর চেনস (গাছ কাটার যন্ত্র) দিয়ে কাটতে লাগলেন সেটি। তবে কেটেছেন ডালের সামনের অংশ। এ ভাবে কাটতে কাটতে তালগাছটির সামনের অংশ বাদ দিয়ে দিলেন। নিজে গাছের আগার অংশ ধরে বসে থাকলেন। তখনই গাছটি এদিক থেকে ওদিক দুলত লাগল। দেখুন সেই ভিডিয়ো—
Ever seen anyone cut a really tall palm tree?
— Rex Chapman🏇🏼 (@RexChapman) September 25, 2020
Oh my god... https://t.co/O0sde0ZCz0
আরও পড়ুন: কোভিড-টিকা নিতে ইচ্ছুক নন প্রায় অর্ধেক মার্কিনি, দাবি সমীক্ষায়
আরও পড়ুন: চিনে ট্রায়াল শেষ না করেই করোনা টিকা মানুষকে! চাঞ্চল্যকর রিপোর্ট