বাড়ি পোষ্যের ‘উত্পাত’-এর মজার মজার ছবি, ভিডিয়ো প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদের মালিকরা। সেখানে অভিযোগের থেকে আদরই বেশি প্রকাশ পায়। তেমনই একটি ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘টুইটার’ ও ‘ইমগুর’-এ ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ‘হাস্কি’ প্রজাতির কুকুরের গলার বেল্টে আটকে রয়েছে গ্যাস আভেনের লোহার রিম। বেচারা কিছুতেই সেটি ছাড়াতে পারছে না।
ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, আভেনের উপর রাখা কিছু কুকিজ গায়েব, কিছু অর্ধেক খাওয়া। তারপরই ভিডিয়োতে দেখা যাচ্ছে এই ‘অপরাধীকে’। হাস্কিটির গলায় আটকে থাকা আভেনের রিম দেখেই বোঝা যাচ্ছে, সেই কুকিজগুলি উদরস্থ করেছে। আর সেটা করতে গিয়ে কোনও ভাবে গ্যাস আভেনের রিম তার গলার বেল্টের আংটায় আটকে গিয়েছে।
আরও পড়ুন: হনুমান তাড়াতে ‘বাঘ’ নামালেন কৃষক, সোশ্যাল মিডিয়া তারিফ করল তাঁর বুদ্ধির
অপরাধীও তার অপকর্ম ধরা পড়ে যাওয়ায় বেশ বিব্রত। ধরা পড়ে যাওয়ায় সে মুখ তুলে তাকাতেই চাইছে না যেন! নিরবে যেন আবেদন করছে গ্যাস আভেনের রিং থেকে তাকে মুক্ত করা দেওয়ার।
আরও পড়ুন: জল নয় অন্য কিছু নেমে আসছে পাহাড়ের গা বেয়ে, মিজোরামের এই ভিডিয়ো এখন ভাইরাল
২৮ নভেম্বর ভিডিয়োটি পোস্ট হয়েছে। টুইটারের একটি হ্যান্ডলে ভিডিয়োটি প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে। সেই সঙ্গে ভিডিয়োটি ইমগুর নামের সোশ্যাল মিডিয়ায়তেও পোস্ট হয়েছে। সেখানে ভিডিয়োটি প্রায় ছ’লক্ষ বার দেখা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
Not guilty
— KFC Radio (@KFCradio) November 27, 2019
https://t.co/V4C6Z2VtGP