ঘরে আপন মনে খেলা করছে ছোট্ট শিশু। মাটিতে পড়়ে থাকা খেলনা নিয়ে আপন মনে খেলছে সে। সে সময় সেই ঘরে ঢুকল বাড়ির পোষ্য কুকুরটি। ঢুকেই চলে এল সেই ঘরে রাখা পিয়ানোর সামনে। তার পর সারমেয়টি নিজের সামনের পা দু’টি তুলে দিল পিয়ানোতে। তার পর বাজাতে লাগল পিয়ানো। আর পিয়ানোর তালে তালেই গলা ছেড়ে গান করতে লাগল সে। আর তার গানের সুরে কোমর দোলাচ্ছে খুদেটি।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাজনা বাজিয়ে কুকুরের গান মোহিত করেছে নেটিজেনদের।
টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে, ওই কুকুরটির নাম বাডি মার্কারি। সে থাকে আমেরিকার নিউইয়র্ক শহরে। মার্কারি প্রায়শই পিয়ানো বাজায়। ওই প্রোফাইলে আরও বেশ কয়েকটি ভিডিয়োতে মার্কারিকে পিয়ানো বাজাতে দেখা যাচ্ছে। দেখুন সেই সব ভিডিয়ো-
The perfect video does not exi— pic.twitter.com/UK7rM623Ng
— Chad Loder (@chadloder) September 26, 2019
আরও পড়ুন: ভূমিকম্পে প্রাণ বাঁচাতে ছুটছেন পাকিস্তানের মানুষ! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: দু’সপ্তাহের মধ্যে ২৩ বার বিয়ে ও ডিভোর্স! বিয়ে মা-বোনকেও! কেন জানেন?
🎉🎊NEW SONG!!!! To celebrate (((🐕))) #hugyourhoundday !!! Arooooo!!!🎉🎊 #SundayMorning #SundayThoughts #buddymercury pic.twitter.com/5lU71BXyCc
— Buddy Mercury (@buddymercurydog) September 8, 2019