সান্তা ক্লজ ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ। বড়দিনের আগে সান্তা ক্লজের হাত ধরেই জেলে যেতে হবে এ কথা স্বপ্নেও বোধহয় ভাবেননি পেরুর এক মাদক পাচারকারী।
সম্প্রতি পেরুর রাজধানী লিমাতে মাদক পাচারকারীর বাড়িতে হচ্ছিল পার্টি। সেখানে সান্তা ক্লজ সেজে গিয়েছিলেন পুলিশ অফিসাররা। বাকিদের মতোই পার্টিতে মিশে ছিলেন তাঁরা। তার পর সময় বুঝেই নিজের পরিচয় দেন। সেই পরিচয় পেয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই পাচারকারী। তখনই তাড়া করে তাকে ধরে ফেলেন দুই অফিসার।
ওই পাচারকারীর বাড়ি থেকে মাদক ছাড়াও গুলি, বন্দুক এবং বেআইনি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পেরু পুলিশ। ওই পাচারকারীতে ধরার ভিডিয়ো পুলিশ পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে ধরা হচ্ছে ওই পাচারকারীকে। দেখুন ভিডিয়ো—
VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima
— Aroguden (@Aroguden) December 17, 2020
Vía @AFP pic.twitter.com/4V8bMHkKa2