Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Umbrella

ঝোড়ো হাওয়ায় ছাতা সমেত উড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল

হাওয়ার প্রাবল্যে ছাতা সমেত উড়ে গেলেন তিনি। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

উড়ে যাচ্ছে ছাতা। ছবি ইউটিউব থেকে সংগৃহীত।

উড়ে যাচ্ছে ছাতা। ছবি ইউটিউব থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা 
ইস্তানবুল শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৪:০৩
Share: Save:

প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। হাওয়া থেকে বাঁচতে যে যেখানে পারছিলেন আশ্রয় নিচ্ছিলেন। রোদ থেকে বাঁচার জন্য সেখানে ছিল স্ট্যান্ড লাগানো ছাতা। ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে একজন ব্যক্তি সেই ছাতার স্ট্যান্ড ধরে দাঁড়ালেন। কিন্তু হাওয়ার প্রাবল্যে ছাতা সমেত উড়ে গেলেন তিনি। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ঘটনাটি ঘটেছে তুরস্কের ওসমানিয়া প্রদেশে। ঝোড়ে হাওয়ার জেরে ছাতা সমেত উড়ে যাওয়া ব্যক্তির নাম সাদিক কোকাদাল্লি। ছাতাসমেত উড়ে পড়ার পর অল্পবিস্তর আহতও হয়েছেন তিনি। সে দেশের এক সংবাদ সংস্থাকে সাদিক বলেছেন, ‘‘ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩/৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম। এখন আমি সুস্থ রয়েছি।’’

গোটার ঘটনার ভিডিয়োটি ধরা পড়েছে রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।

আরও পড়ুন: সন্ত্রাসে অর্থ জোগান রুখতে প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে, পাকিস্তান ‘ধারাবাহিক অপরাধী’, তোপ ভারতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Offbeat Bizarre Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE