Advertisement
E-Paper

ঘোড়ার মতো দৌড়-লাফ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মহিলা

ইনি নরওয়ের আয়লা ক্রিস্টিন। তাঁর ঘোড়ার মতো দৌড়-লাফের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৯ ২১:৩৬
ঘোড়ার মতো দৌড়তে পারেন ক্রিস্টিন। ছবি : টুইটার থেকে নেওয়া।

ঘোড়ার মতো দৌড়তে পারেন ক্রিস্টিন। ছবি : টুইটার থেকে নেওয়া।

কেউ ভাল দৌড়তে পারলে তাকে ঘোড়া বা চিতার সঙ্গে তুলনা করা হয়। কিন্তু সে তো তাদের গতির জন্য। কিন্তু কখনও দেখেছেন, মানুষকে ঘোড়ার মতো চার পায়ে দৌড়তে? কিংবা ঘোড়ার মতো লাফাতে? ইনি নরওয়ের আয়লা ক্রিস্টিন। তাঁর এই দৌড়-লাফের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্রিস্টিন দুই হাত ও দুই পা দিয়ে ঘোড়ার মতো দৌড়চ্ছেন। কখনও কাঁচা রাস্তা দিয়ে, কখনও বাড়ির লনে ঘাসের উপর।এমনকি, একটি কাঠের টেবিলের উপর ঘোড়ার ভঙ্গিতে লাফাতেও দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার ঘোড়ার মতো দুলকি চালে চার পায়ে হেঁটে আসছেন ক্রিস্টিন।

টুইটারে ৪৫ সেকেন্ডের এই ভিডিয়োটি আপলোড হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২ কোটি বার দেখা হয়েছে। ইন্টারনেটে তাঁকে ‘ঘোড়া মহিলা’ বলেও ডাকা শুরু হয়েছে।

আরও পড়ুন : চিনা জেট বিমান ভেঙে মৃত্যু ২ পাইলটের, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন : ঘাস না কাটার জন্যে ২১ লক্ষ টাকা জরিমানা!

ক্রিস্টিন অবশ্য একাই নয়, এই রকম অদ্ভুত দক্ষতা আরও অনেকেরই রয়েছে। ক্রিস্টিনের ভিডিয়ো সামনে আসতেই সেগুলিও এখন সামনে আসছে।

☔️🐋 Made this edit in class and I kinda like it, but the loop got messed up :/ I’ll try and post a 2’s edit soon! • Ac: don’t remember but I edited it a little • #humanhorse #jumpinglikeahorse #jumplikeahorse

A post shared by @ __jumping.like.a.horse__ on

Horse Woman Woman Horse horse girl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy