টেসলা মোটর্সের কর্ণধার ইলন মাস্ককে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফোর্ড এক্স-এর ভাইস প্রেসিডেন্ট সানদীপ মান্দ্রা। আসলে ইলন মাস্ক সোমবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে টেসলার সাইবার ট্রাক দড়ি টানাটানিতে হারিয়ে দিচ্ছে ফোর্টের একটি ট্রাককে। তার পরই ফোর্ডের তরফে পাল্টা চ্যালেঞ্জ।
ইলন তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি রাস্তার উপর দু’দিকে মুখ করে দু’টি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটি ফোর্ডের ‘এফ-১৫০’ ও অন্যটি টেসলার নতুন লঞ্চ করা ‘সাইবারট্রাক’। একটি দড়ি দিয়ে বাঁধা হয়েছে গাড়ি দু’টিকে।
সাইবার ট্রাক এগোতে থাকে। তাকে টেনে রাখার চেষ্টা করছে ফোর্ডের ট্রাকটি। কিন্তু সামান্য প্রতিরোধ করলেও টেসলার সাইবারট্রাক ‘এফ-১৫০’-কে টেনে নিয়ে চলে যায়।