Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Viral video

পেশাদারদের মতো ‘নিয়ম মেনে’ লড়াই দুই ক্যাঙারুর, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োর শেষের দিকে দেখা যাচ্ছে, দু’জনেই পিছিয়ে যাচ্ছে। আবার দৌড়ে এসে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে পূর্ণ উদ্যমে। ঠিক যেমনটা করেন কুস্তিগিররা।

দুই ক্যাঙারুর লড়াই। ছবি: টুইটার থেকে নেওয়া।

দুই ক্যাঙারুর লড়াই। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ক্যানবেরা, অস্ট্রেলিয়া শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৫১
Share: Save:

যেন দুই পেশাদার কুস্তিগির লড়াইয়ের আখড়ায় নেমেছে। দীর্ঘদিন ধরে শেখা কৌশল, নিয়ম মেনে একে অপরকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনই এক লড়াইয়ের ভিডিয়ো ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।

ভিডিয়োটি ‘স্টোরিফুল ভাইরাল’ নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে আপলোড হয়েছে। ভিডিয়োটি একটি গাড়ির মধ্যে থেকে রেকর্ড করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িটি এগিয়ে যেতে যেতে হঠাত্ থেমে যায়। হেডলাইটের আলোয় দেখা যায় দূরে দু’টি ক্যাঙারু লড়াই করেছে।

পিছনের পায়ে ভর দিয়ে সামনের পা দিয়ে একে অপরকে আক্রমণ করেছে ক্যাঙারু দু’টি। কিছু কিছু লড়াইয়ে যেমন কোমরের নিচে আঘাত করা চলে না, এই ক্যাঙারু দু’টিও যেন সেই নিয়ম মেনে লড়াই চালিয়ে যাচ্ছিল।

একটি ক্যাঙারু তার শক্ত লেজের উপর ভর করে পিছনের পা দিয়ে প্রতিপক্ষের পেটে আঘাত করে। একবার নয় ভিডিয়োতে দেখা যাচ্ছে, এমন অন্তত তিন বার লাথি মারছে ক্যাঙারুটি। সব লাথিগুলিই প্রতিপক্ষের পেটে লাগছে, তার নীচে নয়।

ভিডিয়োর শেষের দিকে দেখা যাচ্ছে, দু’জনেই পিছিয়ে যাচ্ছে। আবার দৌড়ে এসে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে পূর্ণ উদ্যমে। ঠিক যেমনটা করেন কুস্তিগিররা।

আরও পড়ুন: বিশ্বের সেরা ছবিগুলির দৌড়ে নাম লিখিয়ে ফেলল এই ইঁদুর লড়াইয়ের মুহূর্ত

এক মিনিট ৫২ সেকেন্ডের ভিডিয়োটি এই বছর অগস্ট মাস এই টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। ভিডিয়োর পোস্টে লেখা হয়েছে, ক্যানবেরায় বাড়ি ফেরার পথে এক গাড়ির যাত্রাপথ আটকে যায় এই ক্যাঙারুরদের বক্সিংয়ের জন্য।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Kangaroo Fight Road Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE