আমেরিকার নিউইয়র্ক শহরে রয়েছে ব্রনস্ক চিড়িয়াখানা। গত শনিবার সেখানে ভিড় জমিয়েছিলেন প্রচুর দর্শক। সেই দর্শকদের মধ্যে এক মহিলা ঢুকে পড়েছিলেন সিংহের খাঁচায়। কিন্তু সিংহের ডেরায় ঢুকেও অদ্ভুত ভাবে ভয়ডরহীন ছিলেন ওই মহিলা। তাঁর থেকে হাত দশেক দূরে তখন দাঁড়িয়ে একটি সিংহ।
কিন্তু সিংহকে দেখেও পালানোর চেষ্টা করেননি ওই মহিলা। সমানে দাঁড়িয়ে ছিলেন সিংহের সামনে। শুধু তাই নয়, সিংহের সামনে দাঁড়িয়েই হাত পা নাড়িয়ে নাচছিলেন তিনি। এই ঘটনার ছবি ও ভিডিয়ো সম্প্রতি পোস্ট করা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই পোস্টের মাধ্যমে তাঁরা চিড়িয়াখানায় আগত সকল দর্শকদের সাবধান করতে চেয়েছেন।
ঘটনা নিয়ে ব্রনস্ক চিড়িয়াখানার এক মুখপাত্র বলেছেন, ‘‘এই ধরনের কাজকর্ম গুরুতর অপরাধ। ওই মহিলা অবৈধ ভাবে ঢুকেছিলেন সিংহের খাঁচায়। এর জেরে মহিলার মৃত্যু পর্যন্ত ঘটতে পারত।’’ এই অনুপ্রবেশের জন্য ওই মহিলার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কিন্তু কী করে ওই মহিলা ঢুকে গেলেন সিংহের খাঁচায়, তা অবশ্য জানানো হয়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। তবে এই ঘটনায় ওই মহিলা ও সিংহ কেউই আহত হয়নি বলে জানিয়েছে ব্রনস্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে এক মাসের শিশুর মুখে সিগারেটের ধোঁয়া! গ্রেফতার মা