দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বাসিন্দা ট্যামি হল (৪৩)। মাছ ধরা, ফুটবল ম্যাচ দেখা বা জিমে যাওয়ার সময় একটি বিশেষ পোশাক পরেই বার হন। সেটি তাঁর বিয়ের পোশাক। পরিবেশ সচেতন ট্যামির এমন কাজের পিছনে রয়েছে একটি মহান উদ্দেশ্য। আর তাঁর এই উদ্দেশ্য প্রভাবিত হয়েছে ভারতের দ্বারা।
ট্যামি ২০১৬ সালে অস্ট্রেলিয়া থেকে ভারত ভ্রমণে আসেন। ভারতের নানা জায়গায় ঘুরে দেখেন, মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের জীবনযাত্রার মান বোঝার চেষ্টা করেন। ট্যামি জানিয়েছেন, “ভারতে ঘোরার পর আমার উপলব্ধি হয়েছে সামাজিক ভাবে আমরা কত বেশি সুযোগ সুবিধা ভোগ করি।” তারপরই তিনি সিদ্ধান্ত নেন, গোটা একটা বছর তিনি নতুন কোনও পোশাক, জুতো কিনবেন না।
ট্যামি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ২০১৮ সালে তাঁর বিয়ে হয়। ফলে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাওয়ায় তাঁকে নতুন কিছু পোশাক কিনতে হয়। বিয়ের দিন পরার জন্য বিশেষ পোশাকটির জন্য তাঁকে ৯৮৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮৬ হাজার টাকা) খরচ করতে হয়। ফলে তাঁর পণ ভঙ্গ হয়ে যায়। কিন্তু তিনি তাঁর প্রতিজ্ঞা থেকে সরে আসতে রাজি ছিলেন না।