এক সময়ে দুনিয়া জোড়া সাইবার হানা রুখে দিয়ে খবরের শীর্ষে এসেছিলেন তিনি। ‘ওয়ানাক্রাই’ নিয়ে যখন নাজেহাল নানা দেশ, তখন সমাধানসূত্র বাতলে দিয়েছিলেন এই মার্কাস হাচিনসই। এ হেন স্বঘোষিত সাইবার-বিশেষজ্ঞ হাচিনসকে ব্যাঙ্কিং ওয়েবসাইটগুলোতে ‘ক্রোনোস’ নামে একটি ম্যালওয়ার ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেফতার করল এফবিআই।
‘ম্যালওয়ারটেক’ নামে একটি ব্লগ লেখেন হাচিনস। টুইটারেও তিনি বেশ জনপ্রিয়। তবে ওয়ানাক্রাই-পর্বের আগে তাঁর নাম জানতেন না তেমন কেউই। গত মে মাসে র্যানসামওয়্যারের হাত থেকে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস, বিভিন্ন বেসরকারি সংস্থা, নানা দেশের সরকারি ওয়েবসাইটকে বাঁচিয়ে, শিরোনামে আসেন হাচিনস। সে সময়ে গোটা বিশ্বে প্রায় তিন লক্ষ কম্পিউটার সংক্রামিত হয়েছিল ওয়ানাক্রাই র্যানসামওয়্যারে। আক্রান্ত কম্পিউটারগুলোর সমস্ত তথ্য বেহাত হয়ে যায়। ফতোয়া ছিল, ৩০০ ডলার বিটকয়েন ‘র্যানসাম’ দিলে তবেই ফেরত মিলবে তথ্য।
আরও পড়ুন: সাইবার মামলায় গ্রেফতার ‘ওয়ানাক্রাই’ হামলা রুখে দেওয়া সেই যুবক