Advertisement
০৮ মে ২০২৪
Police

হার্ট পাম্প করল এই কুকুর! দেখুন ভিডিয়ো

মাদ্রিদ পুলিশের তরফে বলা হয়েছে, পঞ্চো নামে কুকুরটিকে বেশ কিছু দিন ধরেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাদ্রিদ পুলিশের দাবি, প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে সে কিছু দিনের মধ্যেই দক্ষ হয়ে উঠবে।

ছবি মাদ্রিদ পুলিশের টুইট থেকে।

ছবি মাদ্রিদ পুলিশের টুইট থেকে।

সংবাদ সংস্থা
মাদ্রিদ শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১৩:৫৯
Share: Save:

তাদের ‘প্রভু ভক্তি’ নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কিন্তু, প্রভু যদি অসুস্থ হয়ে পড়েন, তখনও কি সমান ভাবে কার্যকর হবে তাদের ভূমিকা? কুকুরদের দিকে এই প্রশ্ন তোলার আগে এ বার থেকে অন্তত দু’বার ভাবতে হবে। সৌজন্যে মাদ্রিদ পুলিশ।

সম্প্রতি মাদ্রিদ পুলিশ কুকুরের প্রশিক্ষণের একটি ভিডিয়ো টুইট করে। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছি ভিডিয়োটি। শুক্রবার করা মাদ্রিদ পুলিশের টুইটটি মাত্র চার দিনের মধ্যে ১১ হাজার ৭০০ বার রিটুইট করা হয়। ২০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি।

কী আছে সেই ভাইরাল ভিডিয়োটিতে?

মাদ্রিদ পুলিশের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক জন পুলিশ কর্মী মাটিতে অসুস্থ হয়ে শুয়ে পড়ার অভিনয় করছেন। আর সঙ্গে সঙ্গে ছুটে আসছে প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়টি। রীতিমতো, দক্ষ চিকিৎসকের মতো ‘অসুস্থ’ পুলিশ কর্মীর বুকের উপর চাপ দিচ্ছে, মুখে পাম্প করতে চাইছে। চেষ্টা করছে দ্রুত সুস্থ করে তোলার। প্রাথমিক চিকিৎসার। ঠিক যেমন ভাবে কেউ অচৈতন্য হয়ে পড়লে বুকের উপর পাম্প করার হয়।

আরও পড়ুন: ক্লাসে বসে পর্ন দেখায় ধমক, তার জেরেই আত্মঘাতী ছাত্র!

মাদ্রিদ পুলিশের তরফে বলা হয়েছে, পঞ্চো নামে কুকুরটিকে বেশ কিছু দিন ধরেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাদ্রিদ পুলিশের দাবি, প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে সে কিছু দিনের মধ্যেই দক্ষ হয়ে উঠবে।

আরও পড়ুন: ‘ফিনিশ করে দিয়েছি’, শৈলজাকে খুনের পরই বান্ধবীকে ফোন মেজরের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dog Police Municipal Police of Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE