Advertisement
১১ মে ২০২৪
WEF

মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা, কী করবেন জানাচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম

সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সেখানে দেখানো হয়েছে ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনাভাইরাস কত দিন বেঁচে থাকে।

ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। গ্রাফিক: তিয়াসা দাস।

ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ১৩:৩৮
Share: Save:

চিন-সহ বিশ্বের অন্তত ৬০টি দেশে থাবা বসিয়েছে করোনাভাইরাস। হানা দিয়েছে ভারতেও। করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে, সংক্রমণ এড়িয়ে চলতে কী করবেন তার নিয়ে জোর প্রচার চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মতো সংস্থাও নানান ভাবে প্রচার করছে।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে। ভিডিয়োতে জানানো হয়েছে মোবাইল ফোন যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসে তবে তাতে চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই মোবাইল ফোন ঠিক ভাবে পরিষ্কার করতে হবে। প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনাভাইরাস কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানিয়েছে ডব্লুইএফ। তাই ফোন ভাল করে পরিষ্কার করতে হবে নিয়মিত। সেই সঙ্গে ভাল করে পরিষ্কার করতে হবে হাত।

ডব্লুইএফ জানিয়েছে, ২০০৩ সালে হু জানায় কাচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সার্স-ও এক ধরনের করোনাভাইরাস। যে করোনাভাইরাস এখন দাপিয়ে বেড়াচ্ছে সেটি হল সিওভিআইডি-১৯। সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সেখানে দেখানো হয়েছে ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনাভাইরাস কত দিন বেঁচে থাকে।

আরও পড়ুন: আকাশে জ্বালানি ভরছে বিশাল বোমারু বিমান, ভিডিয়ো ছড়িয়ে দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রক

দেখুন সেই টুইট:

ডব্লুইএফ-এর ভিডিয়োতে দেখানো হয়েছে কী ভাবে ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আর কী করতে হবে, তা-ও জানানো হয়েছে এই ভিডিয়োতে।

দেখুন সেই ভিডিয়ো:

Coronavirus can live on your phone screen ##covid19 ##coronavirus ##coronavirusspreading ##health ##flu ##phone ##hospital ##clean ##virus

করোনাভাইরাস এড়িয়ে চলার পাঁচটি উপায় বাতলেছে ইউনিসেফ। একটি ভিডিয়ো প্রকাশ করে সেখানে দেখানো হয়েছে উপায়গুলি।

১. হাঁচি, কাশির সময় টিসু পেপার ব্যবহার করতে। পরে সেগুলি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। না হলে হাত মুড়ে কনুইয়ের অংশ দিয়ে মুখ ঢেকে হাঁচতে বা কাশতে হবে।

২. সাবান বা অ্যালকোহল যুক্ত হাত ধোয়ার দ্রব্য দিয়ে ভাল করে ঘসে ঘসে হাত ধুতে হবে।

৩. চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না।

৪. হাঁচি, কাশি হচ্ছে এমন লোকজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

৫. সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকিত্সকের পরামর্শ নিন।

দেখুন সেই ভিডিয়ো:

Five ways to protect yourself and loved ones from ##coronavirus ##covid19.

Protect yourself and loved ones from ##coronavirus (##covid19). 💪

এছাড়াও বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেছে হু বা ডব্লুইএফ। করোনা এড়িয়ে কী ভাবে ভাল থাকবে তার পরামর্শ দেওয়া হয়েছে। অফিস বা ঘরে দৈনন্দিন জীবনে কী ভাবে করোনার সংক্রমণ ঠেকাবেন তার ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখান হাত মেলানোর পরিবর্তে অন্য ভাবে শুভেচ্ছা বিনিময় করছেন সবাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Coronavirus UNICEF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE