উহান থেকেই যে করোনাভাইরাস প্রথম ছড়িয়েছিল, সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বৈজ্ঞানিক ভাবে তথ্যপ্রমাণ-সহ সেই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে দিতে নারাজ চিন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র একটি করোনা বিশেষজ্ঞ দলকে সে দেশে যেতেই দিচ্ছে না বেজিং। এ নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস। তিনি অত্যন্ত হতাশ বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন হু প্রধান।
বছর খানেক আগে উহান থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। তার পর তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। কিন্তু কী ভাবে, কোথা থেকে সেই ভাইরাস প্রথম ছড়িয়েছিল, কোনও প্রাণীর থেকে ছড়িয়েছিল কি না, সেই সব বিষয়ে তদন্ত করে দেখতে জানুয়ারির গোড়াতেই ১০ জনের বিশেষজ্ঞ দলের যাওয়ার কথা ছিল উহানে। এমনকি, দলের দুই সদস্য চিনের উদ্দেশে রওনা দিলেও তাঁদের বেজিংয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে হু।
এই নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘেব্রিয়েসাস বলেন, “আজ (বুধবার) আমরা জানতে পেরেছি যে, চিনের আধিকারিকরা বিশেষজ্ঞ দলের যাওয়ার অনুমতি দেয়নি চিন। বেজিংয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছি, এই মিশন হু-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”