Advertisement
E-Paper

এই ‘মত্ত’-দের থেকে সাবধান, এরা কী করছে জানেন?

পুলিশ জানিয়েছে, ফেসবুক পোস্টে অনেক বাসিন্দারাই এই সম্পর্কে লিখেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ১৪:২২
গ্রাফিক: তিয়াসা দাস

গ্রাফিক: তিয়াসা দাস

এদের থেকে সাবধান, কখন যে কী করে বসে এরা। এক্কেবারে দূরে দূরে থাকতেই বলা হচ্ছে এঁদের থেকে। এরা নাকি মত্ত। না, কোনও বখাটে ছেলে-ছোকরাদের কথা বলা হচ্ছে না, এরা আসলে এক দল পাখি। মিনেসোটায় এই পাখিদের অস্বাভাবিক আচরণ এখন প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমেরিকার মিনেসোটায় গিলবার্ট পুলিশের তরফে এই পাখিগুলি সম্বন্ধেই নির্দেশিকা জারি করা হচ্ছে। এরা কেউ পথ চিনে বাসায় ফিরে যেতে পারেছ না, কেউ আবার জানলায় এসে ধাক্কা মারছে। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাও ঘটে গেল সম্প্রতি।

পুলিশ জানিয়েছে, ফেসবুক পোস্টে অনেক বাসিন্দারাই এই সম্পর্কে লিখেছেন।

আরও পড়ুন: এগুলিই কি বিশ্বের বিমানবাহী যুদ্ধজাহাজের মধ্যে সবচেয়ে খারাপ?​

পুলিশ প্রধান এই রবিন বা সিডারওয়্যাক্সউইং প্রজাতির পাখিগুলির উন্মত্ত আচরণের কারণও জানিয়েছেন। না, কারও ফেলে রাখা অ্যালকোহলের গ্লাস থেকে এক চুমক খেয়ে ফেলেনি পাখিগুলি। অতিরিক্ত পাকা বেরি জাতীয় ফল খেয়েই এই অবস্থা হয়েছে পাখিগুলির।

এক জন জানিয়েছেন, তাঁর গাড়ির উইন্ডস্ক্রিনের সামনে এসে পড়ায় তিনটি পাখির মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানিয়েছে আসলে, অতিরিক্ত পাকা বেরিতে এত বেশ পরিমাণ অ্যালকোহল থাকে, সেগুলি পাখির হৃদযন্ত্রও স্তব্ধ করে দিতে পারে। প্রথমে পাখিগুলির স্নায়ুতন্ত্র অবশ হওয়ার কারণেই পাখিগুলি ‘মদ্যপ’ ব্যক্তিদের মতো আচরণ করে।

আরও পড়ুন: পুজোর ফ্যাশনে শাড়ির সঙ্গে থাক সারঙও​

জার্নাল অব অর্নিথোলজিতে এই সংক্রান্ত একটি লেখাও প্রকাশিত হয়েছে, জানান গিলবার্ট পুলিশ প্রধান। ম্যাথিউ ডডার নামে এক পক্ষী বিশেষজ্ঞ বলেন, ‘ব্রিথ অ্যানালাইজার’ ব্যবহার করা সম্ভব নয়। কিন্তু পাখিগুলির ক্ষেত্রে অতিরিক্ত পাকা ফল খাওয়ার জন্যই এই জাতীয় ঘটনা ঘটেছে। এই বিষযে পাখিগুলিকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

Off Beat Minnesota Bird USA Wildlife Aviation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy