এই বসন্তেই রাজকার্য থেকে অবসর নিচ্ছেন ব্রিটেনের রানির স্বামী, ‘ডিউক অফ এডিনবরা’ প্রিন্স ফিলিপ।
বাকিংহাম প্রাসাদের মুখপাত্র জানিয়েছেন, ‘ডিউক অফ এডিনবরা’র এই সিদ্ধান্তে রানির সায় রয়েছে। জুনে ৯৬-এ পা দিচ্ছেন প্রিন্স ফিলিপ। অগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলিতে তিনি অংশ নেবেন। তবে নতুন করে আর কোনও কর্মসূচিতে আর তাঁর নাম রাখবে না বাকিংহাম প্রাসাদ। কোনও আমন্ত্রণপত্রও নেবেন না। রানি অবশ্য যথারীতি তাঁর রাজ-দায়িত্ব পালন করে যাবেন।
বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, বয়স হওয়া সত্ত্বেও যথেষ্টই সক্রিয় ‘ডিউক এফ এডিনবরা’। গত বছরেও তিনি ১১০ দিন বিভিন্ন রাজকীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন আমন্ত্রণ রক্ষা করেছেন। এই মুহূর্তে ৭৮০টি সংগঠনের হয় পৃষ্ঠপোষক, নয়তো প্রেসিডেন্ট বা সদস্যপদ রয়েছে প্রিন্স ফিলিপের। তাদের কোনও কর্মসূচিতে আর অংশ না নিলেও তার বর্তমান পদগুলিতে বহাল থাকবেন প্রিন্স ফিলিপ, আজীবন। তবে ইচ্ছা হলে, রাজপ্রাসাদের কোনও জনসংযোগ কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেন।