Advertisement
০৭ অক্টোবর ২০২২
police

Bizarre: পুলিশকে গালিগালাজ করতে ১২ হাজার বার ফোন! গ্রেফতার মহিলা

গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। আর গালিগালাজও করেছেন পুলিশ আধিকারিকদের।

পুলিশকে ফোন করে গালিগালাজ করে গ্রেফতার মহিলা। প্রতীকী ছবি।

পুলিশকে ফোন করে গালিগালাজ করে গ্রেফতার মহিলা। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ফ্লোরিডা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৭:১৭
Share: Save:

শুধুমাত্র গালাগালি দেওয়ার জন্য আপৎকালীন নম্বরে ফোন করতেন মহিলা। ফোন তুলেই আধিকারিকদের গালাগালি দিতেন। বছরে ২১ হাজার বার গালাগালি দিয়েছেন তিনি। জরুরি নম্বরের অপপ্রয়োগের অভিযোগে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার। পুলিশ জানিয়েছে, পিনেলাস কাউন্টির বাসিন্দা কার্লা জেফারসন প্রায় দিনই ৯১১-তে ফোন করতেন। আধিকারিকরা ফোন তুলতেই তাঁদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। আর গালাগালিও করেছেন।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্ডেজ ফক্স ১৩-কে বলেছেন, “এটা এমন বিষয় নয় যে, ফোন করে পুলিশকে দু’দিন গালাগাল দিলাম। এই মহিলা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন।” ফার্নান্ডেজ জানান, ২৪ ঘণ্টায় ৫১২ বার ফোন করেছেন মহিলা। প্রথমে তাঁর সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলতেন আধিকারিকরা। কিন্তু ক্রমশ তাঁর হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর সে কারণেই মহিলার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.