বছর তিনেক আগের কথা। প্রেমিকের সঙ্গে ধুমধাম করে বিয়ের আয়োজন করছিলেন তিনি। কিন্তু হুট করে তাঁর সঙ্গে প্রেমিক সম্পর্ক ছিন্ন করেছিল। প্রেমিকের অভিযোগ ছিল, তিনি অতিরিক্ত মোটা। সে সময় তাঁর ওজন ছিল ২৪৭ পাউন্ড বা ১১২ কেজি। এই তিন বছরে কমিয়েছেন প্রায় ৫১ কেজি ওজন। ২০২০তে তাঁর মাথায় উঠেছে মিস গ্রেট বিটেনের মুকুট।
তিনি জেন আটকিন। ব্রিটেনের বাসিন্দা জেনের বয়স এখন ২৬ বছর। তিনি ব্রিটেনের একটি উড়ান সংস্থায় প্রশাসকের কাজ করেন।
ওজন কমিয়ে ২০১৮-তেই মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সে বার প্রথম রানার্স আপ হয়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। সেই হাল না ছাড়া মনোভাবই তাঁর মাথায় তুলে দিল মিস গ্রেট ব্রিটেন খেতাব। এই খেতাব জিতে তিনি বলেছেন, ‘‘মিস গ্রেট ব্রিটেন জেতার পথটা কঠিন হলেও মজাদার ছিল। গত কয়েক বছরে আমার শরীরে প্রভূত পরিবর্তন এসেছে। কিন্তু মানসিকতা একই রয়েছে। সেটাই আমাকে খেতাব জিততে সাহায্য করেছে।’’
আরও পড়ুন: সুইমিং পুলে নামলে অন্তঃসত্ত্বা হতে পারেন! মহিলাদের সতর্ক করে বিপাকে ইন্দোনেশীয় অফিসার
আরও পড়ুন: ‘আমার সোনা ছেলে’, সারমেয়র প্রতি পঞ্জাবি মায়ের আদরে মজল নেটদুনিয়া