একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন মহিলা। ফুটফুটে ৪ কন্যাসন্তানকে পেয়ে আনন্দে গা ভাসিয়েছে গোটা পরিবার। ঘটনাটি বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ি উপজেলার। ৪ নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় এই খবর প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ২১ বছরের আঞ্জুয়ারা বেগম। ৪ কন্যাসন্তানের ওজন যথাক্রমে ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। নবজাতকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ রয়েছেন ওই মহিলাও।
আরও পড়ুন:
আতাউর রহমান বাবু নামে এক যুবকের সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। এই প্রথম বার মা হলেন তিনি। এক সঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুশিতে গোটা পরিবার। গত বুধবার প্রসববেদনা হওয়ায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার তিনি সন্তানের জন্ম দেন।
আরও পড়ুন:
একসঙ্গে চার সন্তানের জন্মের ঘটনা নতুন নয়। অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকেছে এই দুনিয়া। ২০১৯ সালে ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। গত বছর ওড়িশার এক মহিলাও একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন। একসঙ্গে ৪ জনের বেশি সন্তানের জন্ম নেওয়ার দৃষ্টান্তও রয়েছে। গত বছর একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে নজির গড়েছেন মরক্কোর এক মহিলা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এই খবর জানিয়েছিল।