বরাত জোরে বেঁচে যাওয়া বোধহয় একেই বলে!
আপন মনেই রেল লাইন পেরচ্ছিলেন মহিলা। খেয়ালও করেননি দ্রুত গতিতে তাঁরই দিকে ছুটে আসছে একটি ট্রেন। যখন খেয়াল হল তখন কয়েক ইঞ্চির ব্যবধানে এসে গিয়েছে ছুটন্ত ট্রেন। কোনওমতে প্রাণে বাঁচেন তিনি।
অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে উত্তর নিউজিল্যান্ডের অকল্যান্ডের মাউন্ট ইডেন স্টেশনে। ৭ এপ্রিল এই স্টেশনেই লাইন পারাপার করছিলেন এক মহিলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকলে যখন সচেতন ভাবে লাইন পার হচ্ছেন, তখন ট্রেনের দিকে খেয়ালই করেননি তিনি। লাইন পার হওয়ার সময় একেবারে শেষ মুহূর্তে খেয়াল করেন তাঁর বাম দিক থেকে দ্রুত গতিতে ছুটে আছে ট্রেন।
দেখুন ভিডিও
আরও পড়ুন: জিপিএস অনুসরণ করে মাঝ নদীতে গাড়ি নিয়ে আটকে গেলেন এই ব্যক্তি!
সঙ্গে সঙ্গে প্রায় লাফ দিয়ে লাইন পেরিয়ে যান তিনি। মহিলাকে দেখে ইতিমধ্যেই ট্রেনের ইমারজেন্সি ব্রেকও কষেছেন চালক। অল্পের জন্য বেঁচে যান ওই মহিলা।
সম্পূর্ণ ঘটনার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর থেকেই ভাইরাল এই ভিডিও।